রাজনগর প্রতিনিধিঃ
৬ অক্টোবর ২০২১ সালে হিন্দুদের ধর্মীয় উৎস দূর্গা পূজা অনুষ্ঠিত হয় রাজনগর টি, জি, সামনে পূজা মান্ডবে সেখানে চা শ্রমিক নেতা পুলক কালোয়ারের নেতৃত্বে পূজা চলা কালিন সময়ে কিছু দুষ্কৃতকারী দেশি রান্দা হকিস্টিক দেশি অশ্রুহ সশ্রহ দিয়ে অতর্কিত মর্মান্তিক হামলা চালায় জানা যায় তারা আওয়ামী লীগ সরকার দলীয় কয়েকজন যুবলীগ নেতা। এতে আহত হন পুলক কালোয়ার, রঞ্জিত,নয়ন, অপু, সাধন আর অনেকই। স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদেরকে ঘটনা স্তল থেকে উদ্ধার করে মৌলভীবাজার সরকারি হসপিটালে ভর্তি করা হয় প্রাথমিক চিকিৎসার পর শরীরে অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক পরামর্শ দেন সিলেট ওসমানী মেডিকেল হসপিটালে নেওয়ার জন্য বর্তমানে তারা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রয়েছেন।
স্থানীয় লোক জন ও পুলক কালোয়ারের বাবার সাথে কথা বলে জানতে পারলাম পুলক কালোয়ার গত ৬ অক্টোবর তার নেতৃত্বে সমস্ত সনাতন ধর্মাবলম্বী লোকদের নিয়ে হিন্দুদের ধর্মীয় উৎস দূর্গা পূজা পালিত হয় অনুষ্টান চলা কালিন সময় চার দিক থেকে অতর্কিত হামলা ভাংচুর চালায় পুলক কালোয়ার এতে বাদা দিলে তাকে মারধর করে এক পর্যায় পুলক কালোয়ারের মাথায় আঘাত ও হাত ব্যাঙ্গে পরে। সেই সাথে পুলক কালোয়ারের বাবা থানায় অভিযোগ করতে গেলে ক্ষমতাশীল দলের লোক থাকায় অভিযোগ প্রত্যাহার করে রাজনগর থানা তাই দেশ বাসির কাছে বিচার চেয়েছেন পুলক কালোয়ার বাবা।