ঢাকা ১১:২৫ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

ময়মনসিংহে ৬টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

  • অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : ০৫:৪২:১৬ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩
  • ১৩০ বার পড়া হয়েছে

ময়মনসিংহ নগরীর ছয়টি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার সিলগালা এবং পাঁচটি প্রতিষ্ঠানকে সতর্ক করেছে স্বাস্থ্য অধিদপ্তরের একটি উচ্চপর্যায়ের টিম। রোববার (২৪ সেপ্টেম্বর) সকালে চরপাড়া এলাকায় ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. মো. শফিউর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এ সময় কোন ডাক্তার, নার্স না থাকায় এবং অপরিচ্ছন্নভাবে অপারেশন থিয়েটার পরিচালনা করার কারণে আধুনিক প্রাইভেট হাসপাতাল, আদিব প্রাইভেট হাসপাতাল, গ্রামীণ প্রাইভেট হাসপাতাল ও গাজী প্রাইভেট হাসপাতালকে সিলগালা করে দেওয়া হয়।

অন্যদিকে, ল্যাব টেকনিশিয়ান ও সঠিক কাগজপত্র না থাকায় মহানগর ডায়াগনোস্টিক সেন্টার ও অপরিচ্ছন্নভাবে অপারেশন থিয়েটার পরিচালনা করায় মাসুম ডায়াগনোস্টিক সেন্টারকে সিলগালা করে দেয়া হয়।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা: নজরুল ইসলাম বলেন, ‘বৈধ অনুমতিসহ সরকারি নিয়ম-নীতি প্রতিপালন না করায় ওই হাসপাতাল-ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোকে সিলগালা করা হয়।

এছাড়া পাঁচটি ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারের মালিককে সতর্ক করা হয়েছে। তাদেরকে সরকারি বিধি অনুযায়ী, লাইসেন্সসহ প্রয়োজনীয় সব কাগজপত্র জেলা স্বাস্থ্য দপ্তরে জমা দিতে বলা হয়েছে।’

সরকারি নিয়ম না মেনে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বা হাসপাতাল পরিচালনাকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম।

অভিযানে স্বাস্থ্য বিভাগের উপপরিচালক ডা. প্রদীপ কুমার সাহা, সহকারী পরিচালক ডা. ইশরাত জাহান, সহকারি সিভিল সার্জন পরীক্ষিত কুমার পাড়সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

চরফ্যাশনের এমপি জ্যাকব ও স্বেচ্ছাসেবকলীগ নেতা আবিদের জামিন না মঞ্জুর

ময়মনসিংহে ৬টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

আপডেট টাইম : ০৫:৪২:১৬ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩

ময়মনসিংহ নগরীর ছয়টি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার সিলগালা এবং পাঁচটি প্রতিষ্ঠানকে সতর্ক করেছে স্বাস্থ্য অধিদপ্তরের একটি উচ্চপর্যায়ের টিম। রোববার (২৪ সেপ্টেম্বর) সকালে চরপাড়া এলাকায় ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. মো. শফিউর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এ সময় কোন ডাক্তার, নার্স না থাকায় এবং অপরিচ্ছন্নভাবে অপারেশন থিয়েটার পরিচালনা করার কারণে আধুনিক প্রাইভেট হাসপাতাল, আদিব প্রাইভেট হাসপাতাল, গ্রামীণ প্রাইভেট হাসপাতাল ও গাজী প্রাইভেট হাসপাতালকে সিলগালা করে দেওয়া হয়।

অন্যদিকে, ল্যাব টেকনিশিয়ান ও সঠিক কাগজপত্র না থাকায় মহানগর ডায়াগনোস্টিক সেন্টার ও অপরিচ্ছন্নভাবে অপারেশন থিয়েটার পরিচালনা করায় মাসুম ডায়াগনোস্টিক সেন্টারকে সিলগালা করে দেয়া হয়।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা: নজরুল ইসলাম বলেন, ‘বৈধ অনুমতিসহ সরকারি নিয়ম-নীতি প্রতিপালন না করায় ওই হাসপাতাল-ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোকে সিলগালা করা হয়।

এছাড়া পাঁচটি ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারের মালিককে সতর্ক করা হয়েছে। তাদেরকে সরকারি বিধি অনুযায়ী, লাইসেন্সসহ প্রয়োজনীয় সব কাগজপত্র জেলা স্বাস্থ্য দপ্তরে জমা দিতে বলা হয়েছে।’

সরকারি নিয়ম না মেনে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বা হাসপাতাল পরিচালনাকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম।

অভিযানে স্বাস্থ্য বিভাগের উপপরিচালক ডা. প্রদীপ কুমার সাহা, সহকারী পরিচালক ডা. ইশরাত জাহান, সহকারি সিভিল সার্জন পরীক্ষিত কুমার পাড়সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।