স্পোর্টস ডেস্ক : চলতি মৌসুমের শুরু থেকেই বার্সেলোনার সঙ্গে পয়েন্ট টেবিলে পাল্লা দিয়ে চলছিল সেভিয়া। শেষ পর্যন্ত রোববার রিয়াল ভাইয়াদলিদকে হারিয়ে কাতালানদের পেছনে ফেলে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে দলটি। তাতে অ্যাথলেটিকো মাদ্রিদও টেবিলের একধাপে নিচে নেমে গেছে। গতকাল রোববার বাংলাদেশ রাতে ঘরের মাঠে ১-০ গোলে রিয়াল ভাইয়াদলিদকে হারিয়ে সেভিয়া। দলটির হয়ে একমাত্র গোলটি করেন আন্দ্রে সিলভা।
এ জয়ে ১৩ ম্যাচ শেষে ৮ জয় ও ২ ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে সেভিয়া। সমান ম্যাচে ৭ জয় ও ৪ ড্রয়ে দ্বিতীয় অবস্থানে বার্সেলোনার পয়েন্ট ২৫। তিন নম্বরে নেমে যাওয়া অ্যাতলেটিকো মাদ্রিদের পয়েন্ট ২৪। চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে আছে আলাভেস (২৩) ও এসপানিওল (২১)। ষষ্ঠ স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ২০।