আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কায় চলতি বছর প্রথমদিকে সন্ধান পাওয়া গণকবরটি এখন পর্যন্ত সবচেয়ে বড় কবর বলে জানিয়েছেন দেশটির বিশেষজ্ঞরা। এখন পর্যন্ত সেখান থেকে ২৩০টি কঙ্কাল উদ্ধার করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
দেশটিতে দীর্ঘ ২৬ বছর ধরে গৃহযুদ্ধ চলেছে, ২০০৯ সালে তা অবসানের পর যুদ্ধাঞ্চলে গণকবরের সন্ধান মিলেছে।মানবাধিকার সংস্থাগুলোর মতে এই যুদ্ধে অন্তত ২০ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। নিহত হয়েছেন এক লাখ মানুষ।
তবে গণকবরে পাওয়ার মরদেহের পরিচয় সনাক্ত করা যায়নি। জানা যায়নি কিভাবে তাদের মৃত্যু হয়েছে। কেলানিয়া বিশ্ববিদ্যালরে ফরেনসকি নৃতত্ত্ববিদ অধ্যাপক রাজ সোমদেভা বলেন, আমরা ২৩০টিরও বেশি কঙ্কাল উদ্ধার করেছি।। আমার অভিজ্ঞতায় এটাই সবচেয়ে বড় গণকবর।
তিনি জানান, কঙ্কালে অনেক অলঙ্কার পেয়েছেন তারা। তবে হাড়গুলোর অবস্থায় ভালো নয়। তাই কিছু সনাক্ত করা কঠিন।