স্টাফ রিপোর্টার ,
হবিগঞ্জের মাধবপুর ও সিলেটের গোয়াইনঘাটে র্যাবের পৃথক অভিযানে ১২৮৫ পিস ইয়াবাসহ দুইমাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।বৃহস্পতিবার (১১ জুন) র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে স্থানীয় থানায় মাদক আইনে পৃথক মামলা দায়ের করেছে।
র্যাব সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-০৯, সিপিসি-১ (হাবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল হবিগঞ্জ জেলার মাধবপুর থানার ১১ নম্বর বাঘাসুরা ইউনিয়ন এলাকায় অভিযান চালায়। এসময় রিয়াজ নগর গ্রাম থেকে ৫৫০ পিস ইয়াবা জব্দসহ মাদক কারবারি মো. জয়নালকে (২৩) গ্রেপ্তার করা হয়।
অপরদিকে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-০৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল সিলেট জেলার গোয়াইনঘাট থানার তুরুবাগ এলাকায় অভিযান চালায়। এসময় ৭৩৫ পিস ইয়াবা জব্দসহ পেশাদার মাদক কারবারি
ReplyForward |