আন্তর্জাতিক ডেস্ক : সাবেক পররাষ্ট্র সচিব বরিস জনসনই হচ্ছেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী। চূড়ান্ত ভোটাভুটি শেষে বরিসকেই বেছে নেন কনজারটিভ পার্টির সদস্যরা।
আরো পড়ুন : ডেঙ্গু-চিকুনগুনিয়া সেবায় ডিএনসিসি’র কল সেন্টার
সংবাদ সংস্থা রয়টার্স জানায়, নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে চূড়ান্ত ভোটাভুটি অনুষ্ঠিত হয় গতকাল সোমবার। এই নির্বাচনে শীর্ষ দুই প্রার্থী বরিস জনসন ও জেরেমি হান্টের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। তাদের মধ্য থেকে বরিসকেই নতুন প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেন কনজারটিভ পার্টির সদস্যরা।
সোমবার স্থানীয় সময় বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। চূড়ান্ত ভোটাভুটি শেষে মঙ্গলবার নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হয়।
আর আগামী বুধবার আনুষ্ঠানিকভাবে নতুন প্রধানমন্ত্রীর কাছে দায়িত্ব হস্তান্তর করবেন বর্তমান প্রধানমন্ত্রী থেরেসা মে।