আলোর জগত ডেস্ক : ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ সংক্রান্ত পরামর্শ প্রদানের লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) কল সেন্টার চালু হতে যাচ্ছে। আগামীকাল বুধবার থেকে গুলশানের নগর ভবনে একটি কল সেন্টার চালু হবে। উত্তর সিটি কর্পোরেশনের প্রধান জসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো পড়ুন : ট্রেনের আগাম টিকিট ২৯ জুলাই থেকে
তিনি জানান, কল সেন্টারটির নম্বর ০১৯৩২-৬৬৫৫৪৪। এই নম্বরে যে কেউ ফোন করে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ সম্পর্কে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে পারবেন। ডিএনসিসির কল সেন্টারটিতে ২৪ঘণ্টা ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ সম্পর্কে পরামর্শ প্রদান করবেন চিকিৎসকরা।