আলোর জগত ডেস্কঃ গাজীপুরের দক্ষিণ খান এলাকায় মৈত্রী ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এতে আরও অন্তত ৩ জন আহত হন। আজ রোববার ভোর পাঁচটায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আরো পড়ুন : বুড়িগঙ্গা হবে হাতিরঝিলের মতো: স্বরাষ্ট্রমন্ত্রী
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, ঢাকা উত্তরবঙ্গ ও জয়দেবপুর রেল লাইনের দক্ষিণ থানা এলাকায় এ ঘটনা ঘটে। খালি একটি ট্রাক রেল ক্রসিং অতিক্রম করার সময় মৈত্রী ট্রেনে সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকটি রাস্তায় উল্টে যায়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে হেলপার নিহত হন। আহত তিন জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রেন চলাচলা স্বাভাবিক রয়েছে।