আলোর জগত রিপোর্ট : ঈদ ঘিরে ১৩ দিন সব সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে। সড়কপথে ঘরমুখো মানুষের যেন ভোগান্তি না হয় সেদিকে লক্ষ্য রেখেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে ঈদযাত্রা নিয়ে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান।
আরো পড়ুন : ঈদযাত্রায় ডিএমপির ১৪ পরামর্শ
আরো পড়ুন : দাপুটে জয় দিয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের
তিনি বলেন, ঈদের আগে তিন দিন ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে। পচনশীল দ্রব্য, গার্মেন্টস ও ওষুধবাহী যানবাহন যথারীতি চলবে।
উল্লেখ, বর্তমানে গ্যাস রেশনিংয়ের সুবিধার্থে গ্যাস বিতরণ কোম্পানিগুলো বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ রাখছে। এতে যানবাহন চালক ও যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন।