ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

দাপুটে জয় দিয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক :  বেন স্টোকসের অলরাউন্ড নৈপুণ্যে দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ঘরের মাঠে ২০১৯ বিশ্বকাপের শুভ সূচনা করলো ইংল্যান্ড। বিশ্বকাপের আগে থেকে কেন তাদেরকে ফেবারিট বলা হচ্ছে, তারও প্রমাণ দিলো স্বাগতিকরা।

আরো পড়ুন :  কক্সবাজারে ‘বন্ধুকযুদ্ধে’ শীর্ষ ইয়াবা কারবারি সাইফুল নিহত

আরো পড়ুন :  ডাকসু’র আজীবন সদস্য হলেন শেখ হাসিনা

আরো পড়ুন :  দ্বিতীয় মেয়াদে শপথ নিলেন মোদি

ওভালে ২ দলের লড়াইটা ছিলো ইংল্যান্ডের খুনে ব্যাটিং বনাম দক্ষিণ আফ্রিকার ধারালো বোলিংয়ের। প্রোটিয়ারা ইংল্যান্ডকে স্লোয়ার দিয়ে ভড়কে দেওয়ার চেষ্টা করলেও ইংলিশদের আটকানো যায়নি বড় স্কোর গড়া থেকে। ৪ হাফসেঞ্চুরির কল্যাণে পুঁজিটা পৌঁছেছে সমৃদ্ধ জায়গায়। জেসন রয়ের ৫৪, জো ‍রুটের ৫১, মরগানের ৫৭ ও বেন স্টোকসের ৮৯ রানই ছিলো স্কোর বোর্ড সচল রাখার জন্য যথেষ্ট। তাতে ৮ উইকেটে সংগ্রহটা দাঁড়ায় ৩১১ রানের!

অপরদিকে ৩৯.৫ ওভারে মাত্র ২০৭ রানে গুটিয়ে যায় দ.আফ্রিকা। যদিও বিপদে কুইন্টন ডি ককই সামাল দেওয়ার চেষ্টা করেছেন ইনিংসকে। আশা জাগানো ব্যাটিং উপহার দিলেও ৬৮ রানে তাকে ফিরিয়ে দেন প্লাঙ্কেট। ডি ককের বিদায়ের পরই আসলে সম্ভাবনা উড়ে যায় প্রোটিয়াদের। রাসি ফন ডার ডাসেনের ৫০ রান কিছুটা প্রতিরোধ দিয়েছেন কিন্তু তা ইংলিশদের বোলিংকে সামাল দেওয়ার মতো ছিলো না। শেষ পর্যন্ত ৩৯.৫ ওভারে ২০৭ রানেই গুটিয়ে যায় তারা।

বিশ্বকাপে আর্চারের শুরুটাও হলো স্মরণ করে রাখার মতো। কার্যকরী বোলিংয়ে ৭ ওভারে ২৭ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। ২টি নেন লিয়াম প্লাঙ্কেট ও বেন স্টোকস। একটি করে নিয়েছেন আদিল রশিদ ও মঈন আলী।

সংক্ষিপ্ত স্কোর

ফল: ১০৪ রানে জয়ী ইংল্যান্ড।

ইংল্যান্ড ইনিংস: ৩১১/৮ (৫০ ওভার)

(জ্যাসন রয় ৫৪, জনি বেয়ারস্টো ০, জো রুট ৫১, ইয়ন মরগ্যান ৫৭, বেন স্টোকস ৮৯, জস বাটলার ১৮, মঈন আলী ৩, ক্রিস ওয়েকস ১৩, লিয়াম প্লানকেট ৯*, জফরা আর্চার ৭*; ইমরান তাহির ২/৬১, লুঙ্গি এনগিদি ৩/৬৬, কাগিসো রাবাদা ২/৬৬, ডোয়াইন প্রিটোরিয়াস ০/৪২, আন্দিল ফেলুকায়ো ১/৪৪, জপি ডুমিনি ০/১৪, এইডেন মার্করাম ০/১৬)।

দক্ষিণ আফ্রিকা ইনিংস: ২০৭ (৩৯.৫ ওভার)

(কুইন্টন ডি কক ৬৮, হাশিম আমলা ১১, এইডেন মার্করাম ১১, ফাফ ডু প্লেসিস ৫, রাসি ভ্যান ডের ডুসেন ৫০, জেপি ডুমিনি ৮, ডোয়াইন প্রিটোরিয়াস ১, আন্দিল ফেলুকায়ো ২৪, কাগিসো রাবাদা ১১, লুঙ্গি এনগিদি ৬*, ইমরান তাহির ০; ক্রিস ওয়েকস ০/২৪, জফরা আর্চার ৩/২৭, আদিল রশীদ ১/৩৫, মঈন আলী ১/৬৩, লিয়াম প্লানকেট ২/৩৭, বেন স্টোকস ২/১২)।

প্লেয়ার অব দ্য ম্যাচ: বেন স্টোকস (ইংল্যান্ড)।

Tag :
আপলোডকারীর তথ্য

মির্জাগঞ্জে রাতের আধারে বসতঘর লুটপাট

দাপুটে জয় দিয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের

আপডেট টাইম : ০২:১৫:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০১৯

স্পোর্টস ডেস্ক :  বেন স্টোকসের অলরাউন্ড নৈপুণ্যে দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ঘরের মাঠে ২০১৯ বিশ্বকাপের শুভ সূচনা করলো ইংল্যান্ড। বিশ্বকাপের আগে থেকে কেন তাদেরকে ফেবারিট বলা হচ্ছে, তারও প্রমাণ দিলো স্বাগতিকরা।

আরো পড়ুন :  কক্সবাজারে ‘বন্ধুকযুদ্ধে’ শীর্ষ ইয়াবা কারবারি সাইফুল নিহত

আরো পড়ুন :  ডাকসু’র আজীবন সদস্য হলেন শেখ হাসিনা

আরো পড়ুন :  দ্বিতীয় মেয়াদে শপথ নিলেন মোদি

ওভালে ২ দলের লড়াইটা ছিলো ইংল্যান্ডের খুনে ব্যাটিং বনাম দক্ষিণ আফ্রিকার ধারালো বোলিংয়ের। প্রোটিয়ারা ইংল্যান্ডকে স্লোয়ার দিয়ে ভড়কে দেওয়ার চেষ্টা করলেও ইংলিশদের আটকানো যায়নি বড় স্কোর গড়া থেকে। ৪ হাফসেঞ্চুরির কল্যাণে পুঁজিটা পৌঁছেছে সমৃদ্ধ জায়গায়। জেসন রয়ের ৫৪, জো ‍রুটের ৫১, মরগানের ৫৭ ও বেন স্টোকসের ৮৯ রানই ছিলো স্কোর বোর্ড সচল রাখার জন্য যথেষ্ট। তাতে ৮ উইকেটে সংগ্রহটা দাঁড়ায় ৩১১ রানের!

অপরদিকে ৩৯.৫ ওভারে মাত্র ২০৭ রানে গুটিয়ে যায় দ.আফ্রিকা। যদিও বিপদে কুইন্টন ডি ককই সামাল দেওয়ার চেষ্টা করেছেন ইনিংসকে। আশা জাগানো ব্যাটিং উপহার দিলেও ৬৮ রানে তাকে ফিরিয়ে দেন প্লাঙ্কেট। ডি ককের বিদায়ের পরই আসলে সম্ভাবনা উড়ে যায় প্রোটিয়াদের। রাসি ফন ডার ডাসেনের ৫০ রান কিছুটা প্রতিরোধ দিয়েছেন কিন্তু তা ইংলিশদের বোলিংকে সামাল দেওয়ার মতো ছিলো না। শেষ পর্যন্ত ৩৯.৫ ওভারে ২০৭ রানেই গুটিয়ে যায় তারা।

বিশ্বকাপে আর্চারের শুরুটাও হলো স্মরণ করে রাখার মতো। কার্যকরী বোলিংয়ে ৭ ওভারে ২৭ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। ২টি নেন লিয়াম প্লাঙ্কেট ও বেন স্টোকস। একটি করে নিয়েছেন আদিল রশিদ ও মঈন আলী।

সংক্ষিপ্ত স্কোর

ফল: ১০৪ রানে জয়ী ইংল্যান্ড।

ইংল্যান্ড ইনিংস: ৩১১/৮ (৫০ ওভার)

(জ্যাসন রয় ৫৪, জনি বেয়ারস্টো ০, জো রুট ৫১, ইয়ন মরগ্যান ৫৭, বেন স্টোকস ৮৯, জস বাটলার ১৮, মঈন আলী ৩, ক্রিস ওয়েকস ১৩, লিয়াম প্লানকেট ৯*, জফরা আর্চার ৭*; ইমরান তাহির ২/৬১, লুঙ্গি এনগিদি ৩/৬৬, কাগিসো রাবাদা ২/৬৬, ডোয়াইন প্রিটোরিয়াস ০/৪২, আন্দিল ফেলুকায়ো ১/৪৪, জপি ডুমিনি ০/১৪, এইডেন মার্করাম ০/১৬)।

দক্ষিণ আফ্রিকা ইনিংস: ২০৭ (৩৯.৫ ওভার)

(কুইন্টন ডি কক ৬৮, হাশিম আমলা ১১, এইডেন মার্করাম ১১, ফাফ ডু প্লেসিস ৫, রাসি ভ্যান ডের ডুসেন ৫০, জেপি ডুমিনি ৮, ডোয়াইন প্রিটোরিয়াস ১, আন্দিল ফেলুকায়ো ২৪, কাগিসো রাবাদা ১১, লুঙ্গি এনগিদি ৬*, ইমরান তাহির ০; ক্রিস ওয়েকস ০/২৪, জফরা আর্চার ৩/২৭, আদিল রশীদ ১/৩৫, মঈন আলী ১/৬৩, লিয়াম প্লানকেট ২/৩৭, বেন স্টোকস ২/১২)।

প্লেয়ার অব দ্য ম্যাচ: বেন স্টোকস (ইংল্যান্ড)।