আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘ভারতরত্ন’ তুলে দেওয়া হলো সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির হাতে। এটি দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক খেতাব। গতকাল বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রপতি রামনাথা কোভিন্দ এ কংগ্রেস নেতার হাতে পুরস্কারটি তুলে দেন। বছরে সর্বোচ্চ তিনজনকে দেওয়া হয় এ খেতাব।
আরো পড়ুন : ট্রেনের শিডিউল বিপর্যয়, যাত্রীদের দুর্ভোগ চরমে
এর আগে চলতি বছরের ২৫ জানুয়ারি প্রণব মুখার্জি ও ভারতীয় জনসংঘের নেতা সমাজকর্মী নানাজি দেশমুখকে ভারতরত্ন এবং বিখ্যাত গায়ক ভূপেন হাজারিকাকে মরণোত্তর ভারতরত্ন দেওয়ার কথা ঘোষণা করা হয়।
প্রসঙ্গত, ১৯৫৪ সালের ০২ জানুয়ারি ভারতরত্ন পুরস্কার চালু হয়। মানবিক কৃতিত্বের যেকোনো ক্ষেত্রে সর্বোচ্চ এ পুরস্কার দেওয়া হয়ে থাকে। ভারতরত্ন দেওয়ার জন্য দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে সুপারিশ করেন। তারপর সেটা পাস হয়। বছরে সর্বোচ্চ তিনজনকে পুরস্কারটি দেয় ভারত সরকার।