ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

যে গানটির দর্শক ৪০ কোটি ছাড়িয়েছে

বিনোদন ডেস্ক :   ভারতের গানের প্রযোজনা সংস্থা সনি মিউজিক জানিয়েছে, ইউটিউবে ‘কাভি খুশি কাভি গম’ সিনেমার ‘বোলে চুড়িয়াঁ’ গানটির দর্শক ৪০০ মিলিয়ন বা ৪০ কোটি ছাড়িয়েছে। আর এ খবরে উচ্ছ্বসিত চিত্রনির্মাতা করণ জোহর। আবেগপ্রবণ হয়ে পড়েছেন এ প্রযোজক ও টিভিব্যক্তিত্ব।

আরো পড়ুন :  মৌসুমী পেলেন ‘প্রিয়দর্শিনী সম্মাননা’

করণ জোহরের ‘কাভি খুশি কাভি গম’ সিনেমায় অভিনয় করেছেন একঝাঁক তারকা—অমিতাভ বচ্চন, শাহরুখ খান, কাজল, হৃতিক রোশন, কারিনা কাপুর, রানি মুখার্জি ও জয়া বচ্চন।

মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে উচ্ছ্বাস প্রকাশ করে করণ জোহর লিখেছেন, ‘বোলে চুড়িয়াঁ’ গানটি ‘আমার ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় গান!’ এ ছবিতে কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের সঙ্গে প্রথমবার কাজের সুযোগ পান করণ। সে সময় ভয়ভয় করছিল তাঁর মনে। সিনেমাটির সঙ্গে জড়িত সবাইকে স্মরণ করেছেন করণ।

‘কাভি খুশি কাভি গম’-এর পরে ২০০৬ সালে ‘কাভি আলভিদা না ক্যাহনা’ ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করেন করণ জোহর।

করণ জোহর এখন তাঁর পরবর্তী ইতিহাস-আশ্রিত ছবি ‘তাখত’ নিয়ে ব্যস্ত। এ ছবিতে রয়েছেন আলিয়া ভাট, রণবীর সিং, জাহ্নবী কাপুর, আদিত্য রায় কাপুর, কারিনা কাপুর খান, ভিকি কুশল, ভূমি পেড়নেকার ও অনিল কাপুরসহ অনেকে তারকা। শোনা যাচ্ছে, আগামী সেপ্টেম্বরে এ ছবির শুটিং শুরু করবেন নির্মাতা।

Tag :
আপলোডকারীর তথ্য

মির্জাগঞ্জে রাতের আধারে বসতঘর লুটপাট

যে গানটির দর্শক ৪০ কোটি ছাড়িয়েছে

আপডেট টাইম : ১২:০৫:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯

বিনোদন ডেস্ক :   ভারতের গানের প্রযোজনা সংস্থা সনি মিউজিক জানিয়েছে, ইউটিউবে ‘কাভি খুশি কাভি গম’ সিনেমার ‘বোলে চুড়িয়াঁ’ গানটির দর্শক ৪০০ মিলিয়ন বা ৪০ কোটি ছাড়িয়েছে। আর এ খবরে উচ্ছ্বসিত চিত্রনির্মাতা করণ জোহর। আবেগপ্রবণ হয়ে পড়েছেন এ প্রযোজক ও টিভিব্যক্তিত্ব।

আরো পড়ুন :  মৌসুমী পেলেন ‘প্রিয়দর্শিনী সম্মাননা’

করণ জোহরের ‘কাভি খুশি কাভি গম’ সিনেমায় অভিনয় করেছেন একঝাঁক তারকা—অমিতাভ বচ্চন, শাহরুখ খান, কাজল, হৃতিক রোশন, কারিনা কাপুর, রানি মুখার্জি ও জয়া বচ্চন।

মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে উচ্ছ্বাস প্রকাশ করে করণ জোহর লিখেছেন, ‘বোলে চুড়িয়াঁ’ গানটি ‘আমার ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় গান!’ এ ছবিতে কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের সঙ্গে প্রথমবার কাজের সুযোগ পান করণ। সে সময় ভয়ভয় করছিল তাঁর মনে। সিনেমাটির সঙ্গে জড়িত সবাইকে স্মরণ করেছেন করণ।

‘কাভি খুশি কাভি গম’-এর পরে ২০০৬ সালে ‘কাভি আলভিদা না ক্যাহনা’ ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করেন করণ জোহর।

করণ জোহর এখন তাঁর পরবর্তী ইতিহাস-আশ্রিত ছবি ‘তাখত’ নিয়ে ব্যস্ত। এ ছবিতে রয়েছেন আলিয়া ভাট, রণবীর সিং, জাহ্নবী কাপুর, আদিত্য রায় কাপুর, কারিনা কাপুর খান, ভিকি কুশল, ভূমি পেড়নেকার ও অনিল কাপুরসহ অনেকে তারকা। শোনা যাচ্ছে, আগামী সেপ্টেম্বরে এ ছবির শুটিং শুরু করবেন নির্মাতা।