আলোর জগত ডেস্ক : কুমিল্লায় আদালতের এজলাসে বিচারকের সামনেই হত্যার ঘটনায় কারও কোনো গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ মঙ্গলবার বিজিবি সদর দফতরে আয়োজিত এক পদক প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আরো পড়ুন : রংপুরেই এরশাদের দাফন সম্পন্ন
তিনি বলেন, কীভাবে এজলাস কক্ষে একজন মানুষ ধারালো অস্ত্র নিয়ে প্রবেশ করতে পারে সেটি খতিয়ে দেখা হচ্ছে। এতে যদি নিরাপত্তাগত দিক থেকে কোনো গাফিলতি থাকে, তা হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় আদালতকেন্দ্রিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করার জন্য নানারকম পদক্ষেপ গ্রহণ করার কথাও জানান তিনি। অচিরেই তা বাস্তবায়ন করা হবে।
উল্লেখ্য, গত সোমবার কুমিল্লায় আদালতের এজলাস কক্ষে বিচারকের সামনেই ফারুক নামে এক আসামিকে কুপিয়ে হত্যা করেছে আরেক আসামি।