স্পোর্টস ডেস্ক: পরিত্যক্ত হয়ে গেছে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ। বৃষ্টিতে ব্রিস্টলের ম্যাচে টস করাও সম্ভব হয়নি। পরিত্যক্ত ঘোষণা করায় দুই দল ১ পয়েন্ট করে ভাগাভাগি করে নিয়েছে।
বৃষ্টি আশীর্বাদই ভাবতে পারে শ্রীলঙ্কা। বিশ্বকাপে এই প্রথম পাকিস্তানের বিপক্ষে হার নিয়ে তাদের মাঠ ছাড়তে হলো না! ক্রিকেটের বিশ্ব আসরে আগের ৭ বারের দেখায় সব ম্যাচ হেরেছে লঙ্কানরা।
পয়েন্ট ভাগাভাগি করে দুই দলই উঠে এসেছে তালিকার সেরা চারে। ৩ খেলায় ৩ (-১.৫২) পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শ্রীলঙ্কা। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে নেট রানরেটে (-২.৪১) পিছিয়ে থেকে চতুর্থ স্থানে পাকিস্তান।