বিনোদন ডেস্ক: এ ব্যাপারে কোনো সন্দেহই নেই যে, ‘দে দে পেয়ার দে’ সিনেমার ট্রেইলার ও গানগুলোতে রাকুল প্রীত সিং চোখধাঁধানো রূপসী হিসেবে আবির্ভূত হয়েছেন। কিন্তু বড়পর্দায় নিজেকে এতটা অভিজাত আর নিখুঁত সৌন্দর্যময়ী হিসেবে উপস্থাপন করতে এই অভিনেত্রীকে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে।
এমনিতেই রাকুল প্রীত সিং রূপে-গুণে অনন্যা। কিন্তু ‘দে দে পেয়ার দে’ সিনেমায় যেন নতুন রূপে হাজির হয়েছেন। কী তার রহস্য?
আরো পড়ুন : ফণীর প্রভাবে উত্তাল সাগর : তীরে ভেসে এলো কচ্ছপের দল
রহস্য ভাঙলেন রাকুল। বললেন, মাত্র দুই মাসের কম সময়ের মধ্যে তিনি শরীর থেকে আট কেজি ওজন ঝরিয়েছেন।
‘দে দে পেয়ার দে’র সঙ্গে চুক্তির পর বড়পর্দায় আয়েশা চরিত্রটির জন্য দুই মাসেরও কম সময়ের মধ্যে আমাকে আট কেজি ওজন ঝরাতে হয়েছে। আমাকে খুব বেশি ওয়ার্ক আউট করতে হয়েছে, ডায়েটের প্রতি গভীর মনোযোগ দিতে হয়েছে,’ বলেন রাকুল। রাকুল প্রীত বলেন, এই সিনেমার জন্য তিনি বেলি ড্যান্সও শিখেছেন।
এই অভিনেত্রী আরো বলেন, নাচ প্রশিক্ষণের সময় নিয়মিতই যেতেন। বেশ উপভোগ করতেন তিনি। পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রাকুল বলেছেন, আয়েশা চরিত্রটি তাঁর ব্যক্তিত্বের সঙ্গেও মেলে। তাঁর আশা, সবাই এই সিনেমাটি দেখবেন।
আকিব আলি পরিচালিত ‘দে দে পেয়ার দে’ ছবিতে রাকুল ছাড়াও প্রধান চরিত্রে রয়েছেন অজয় দেবগন ও টাবু। আগামী ১৭ মে রুপালি পর্দায় উঠবে এ ছবি।