সাহিত্য ডেস্ক : ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে লাটাই ছড়াসাহিত্য পুরস্কার পেয়েছেন ১২ ছড়াকার। গত ২৩ মার্চ বিকেল ৪টায় বিশ্বসাহিত্য কেন্দ্রে বিগত ৩ বছরের পুরস্কার একসঙ্গে দেওয়া হয়।
শিশুসাহিত্যিক আলী ইমামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। শুভেচ্ছা বক্তব্য রাখেন লাটাই ছড়া পত্রিকার সম্পাদক মামুন সারওয়ার।
ছড়াসাহিত্যে আজীবন সম্মাননা দেওয়া হয় ছড়াকার ফারুক হোসেনকে। ছড়াসাহিত্যে বিশেষ অবদানের জন্য ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে ফারুক নওয়াজ, হাসান হাফিজ, আনজীর লিটন, রোমেন রায়হান, ওয়াসিফ-এ-খোদা, স ম শামসুল আলম, আহমেদ সাব্বির, অদ্বৈত মারুত, মঈন মুরসালিন, নীহার মোশারফ, আহমাদ স্বাধীনকে পুরস্কৃত করা হয়।
সবশেষে ছড়াকার মামুন সারওয়ার সম্পদিত ছড়াকাগজ ‘লাটাই : ফারুক হোসেন সংখ্যা’র মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কবি আবিদ আজম।