আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ভিয়েতনামে পৌঁছেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। স্থানীয় সময় আজ মঙ্গলবার সকালে তিনি সীমান্তবর্তী ডং ডাং ট্রেন স্টেশনে এসে পৌঁছান।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, উত্তর কোরিয়া থেকে চীন হয়ে কিমের সবুজ ও হলুদ রঙের ট্রেনটি সকালে ভিয়েতনাম এসে পৌঁছে। সেখান থেকে ১৭০ কিলোমিটার পথ গাড়িতে করে তিনি রাজধানী হ্যানয়ে যাবেন। ডং ডাং স্টেশনে নামার পরপর কিমকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। এসময় কিম হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং তার লিমুজিন গাড়িতে উঠে চলে যান। কিমের সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন তার বোন কমি ইয়ো জং এবং প্রাক্তন জেনারেল কিম ইয়ং চোল।
এদিকে,মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বিকেলে হ্যানয়ে এসে পৌঁছবেন। বুধবার বিকেলে কিমের সঙ্গে তার মুখোমুখি বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে তাদের সঙ্গে দুজন করে অতিথি ও একজন অনুবাদক থাকবেন বলে জানিয়েছেন হোয়াইট হাউজের মুখপাত্র সারাহ স্যান্ডার্স। বৃহস্পতিবারও দুই নেতার মধ্যে কয়েক দফা বৈঠক হবে।