১২:৩০ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৫ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

কুমিল্লায় খালেদা জিয়ার জামিন নামঞ্জুর, অভিযোগ গঠন ২৫ ফেব্রুয়ারি

  • Reporter Name
  • Update Time : ০৯:২৫:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ ফেব্রুয়ারী ২০১৯
  • ২০৮ Time View

ফাইল ছবি

আলোর জগত ডেস্ক :   কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুরে নৈশকোচে পেট্রোল বোমা মেরে আট জনকে পুড়িয়ে হত্যা মামলায় বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার কুমিল্লার আদালতে রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শেষে বিচারক জেলা ও দায়রা জজ মো.আলী আকবর খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করে চার্জ গঠনের জন্য ২৫ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট কাইমুল হক রিংকু।

তিনি বলেন, কথিত আটজন হত্যা মামলায় খালেদা জিয়া ন্যায় বিচার পাননি। আমরা জামিনের জন্য উচ্চ আদালতে আপিল করব।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ২০ দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রোল বোমা ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এতে আটজন যাত্রী দগ্ধ হয়ে মারা যান, আহত হন ২০ জন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে ৭৭জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ছয়জন নেতাকে হুকুমের আসামি করা হয়। ৭৭ জন আসামির মধ্যে তিনজন মারা যান, পাঁচজনকে চার্জশিট থেকে বাদ দেয়া হয়। খালেদা জিয়াসহ অপর ৬৯ জনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক ফিরোজ হোসেন চার্জশিট দাখিল করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

কুমিল্লায় খালেদা জিয়ার জামিন নামঞ্জুর, অভিযোগ গঠন ২৫ ফেব্রুয়ারি

Update Time : ০৯:২৫:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ ফেব্রুয়ারী ২০১৯

আলোর জগত ডেস্ক :   কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুরে নৈশকোচে পেট্রোল বোমা মেরে আট জনকে পুড়িয়ে হত্যা মামলায় বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার কুমিল্লার আদালতে রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শেষে বিচারক জেলা ও দায়রা জজ মো.আলী আকবর খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করে চার্জ গঠনের জন্য ২৫ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট কাইমুল হক রিংকু।

তিনি বলেন, কথিত আটজন হত্যা মামলায় খালেদা জিয়া ন্যায় বিচার পাননি। আমরা জামিনের জন্য উচ্চ আদালতে আপিল করব।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ২০ দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রোল বোমা ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এতে আটজন যাত্রী দগ্ধ হয়ে মারা যান, আহত হন ২০ জন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে ৭৭জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ছয়জন নেতাকে হুকুমের আসামি করা হয়। ৭৭ জন আসামির মধ্যে তিনজন মারা যান, পাঁচজনকে চার্জশিট থেকে বাদ দেয়া হয়। খালেদা জিয়াসহ অপর ৬৯ জনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক ফিরোজ হোসেন চার্জশিট দাখিল করেন।