ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর গাড়ীবহরে হামলার বিরুদ্ধে মির্জাগঞ্জে মামলা 

মির্জাগঞ্জ (পটুয়াখালী), প্রতিনিধি

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীর গাড়ি বহরে হামলা ও ভাংচুরের ঘটনায় আওয়ামী লীগের ১০২ জন নেতাকর্মীকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

২৬.০৮.২০২৪ খ্রি. রোজ সোমবার রাতে আলমগীর হোসেন নামে একজন ব্যক্তি বাদি হয়ে মির্জাগঞ্জ থানায় এ মামলাটি দায়ের করেন।

এজাহারে আওয়ামী লীগের উপজেলা সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদকসহ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং কৃষক লীগের ১০২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। সেই সাথে এ মামলায় অজ্ঞাতনামা হিসেবে আসামী করা হয়েছে আরও ৫০-৬০ জনকে। বিষয়টি মঙ্গলবার ২৭ আগস্ট নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান।

খোঁজ নিয়ে জানা যায় বিগত ০৮.০৪. ২০২৩ খ্রি. তারিখে বিএনপির কেন্দ্র ঘোষিত উপজেলা পর্যায়ের অবস্থান কর্মসূচি ছিল উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে। কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে কাঠালতলী এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা এ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে ঐদিন বেলা ১১টার দিকে উপজেলার সুবিদখালী বাজারের তিন রাস্তার মোড়ে হামলার ঘটনা ঘটে। এতে অনেক নেতাকর্মী আহত হয়, এ সময় আলতাফ হোসেন চৌধুরীর বহনকারী মাইক্রোবাস এবং বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

ওসি হাফিজুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় ১০২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫০-৬০ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। এখন থেকেই আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।

Tag :

বরগুনার বেতাগীতে ইসলামী আন্দোলনের গণসমাবেশ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর গাড়ীবহরে হামলার বিরুদ্ধে মির্জাগঞ্জে মামলা 

আপডেট টাইম : ১০:৪৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪

মির্জাগঞ্জ (পটুয়াখালী), প্রতিনিধি

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীর গাড়ি বহরে হামলা ও ভাংচুরের ঘটনায় আওয়ামী লীগের ১০২ জন নেতাকর্মীকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

২৬.০৮.২০২৪ খ্রি. রোজ সোমবার রাতে আলমগীর হোসেন নামে একজন ব্যক্তি বাদি হয়ে মির্জাগঞ্জ থানায় এ মামলাটি দায়ের করেন।

এজাহারে আওয়ামী লীগের উপজেলা সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদকসহ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং কৃষক লীগের ১০২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। সেই সাথে এ মামলায় অজ্ঞাতনামা হিসেবে আসামী করা হয়েছে আরও ৫০-৬০ জনকে। বিষয়টি মঙ্গলবার ২৭ আগস্ট নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান।

খোঁজ নিয়ে জানা যায় বিগত ০৮.০৪. ২০২৩ খ্রি. তারিখে বিএনপির কেন্দ্র ঘোষিত উপজেলা পর্যায়ের অবস্থান কর্মসূচি ছিল উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে। কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে কাঠালতলী এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা এ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে ঐদিন বেলা ১১টার দিকে উপজেলার সুবিদখালী বাজারের তিন রাস্তার মোড়ে হামলার ঘটনা ঘটে। এতে অনেক নেতাকর্মী আহত হয়, এ সময় আলতাফ হোসেন চৌধুরীর বহনকারী মাইক্রোবাস এবং বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

ওসি হাফিজুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় ১০২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫০-৬০ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। এখন থেকেই আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।