ঢাকা ০১:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

এ কে আজাদের বিরুদ্ধে নৌকার প্রার্থীর অপপ্রচারের অভিযোগ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৬:৪৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩
  • ৫২ বার পড়া হয়েছে

ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ এনেছেন নৌকার প্রার্থী শামীম হক। শুক্রবার (২৯ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার পিএএ অভিযোগটি নির্বাচন কমিশনের (ইসি) সচিবকে পাঠিয়ে ব্যবস্থা গ্রহণের জন্য বলেছেন।

জেলা প্রশাসকের পাঠানো চিঠিতে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ফরিদপুর-৩ আসনের নৌকা প্রতীকের প্রার্থী শামীম হক স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের আজাদের বিরুদ্ধে একটি অভিযোগপত্র দাখিল করেছেন।

ওই অভিযোগপত্র পর্যালোচনা করে দেখা যায়, আবেদনকারীর প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের আজাদের নিজস্ব অর্থায়নে পরিচালিত চ্যানেল-২৪ এবং সময় টিভিসহ বেশ কিছু চ্যানেলে তার (শামীম হক) বিরুদ্ধে বিভিন্নরকম অপপ্রচারমূলক সংবাদ প্রচার করছেন। একইসঙ্গে স্বতন্ত্র প্রার্থীর মালিকানাধীন সমকাল পত্রিকায় মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ প্রচার ও প্রকাশ করছেন মর্মে অভিযোগ করেছেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনী প্রচারণা চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ৭ জানুয়ারি হবে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

আপলোডকারীর তথ্য

মির্জাগঞ্জে রাতের আধারে বসতঘর লুটপাট

এ কে আজাদের বিরুদ্ধে নৌকার প্রার্থীর অপপ্রচারের অভিযোগ

আপডেট টাইম : ০৬:৪৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩

ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ এনেছেন নৌকার প্রার্থী শামীম হক। শুক্রবার (২৯ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার পিএএ অভিযোগটি নির্বাচন কমিশনের (ইসি) সচিবকে পাঠিয়ে ব্যবস্থা গ্রহণের জন্য বলেছেন।

জেলা প্রশাসকের পাঠানো চিঠিতে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ফরিদপুর-৩ আসনের নৌকা প্রতীকের প্রার্থী শামীম হক স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের আজাদের বিরুদ্ধে একটি অভিযোগপত্র দাখিল করেছেন।

ওই অভিযোগপত্র পর্যালোচনা করে দেখা যায়, আবেদনকারীর প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের আজাদের নিজস্ব অর্থায়নে পরিচালিত চ্যানেল-২৪ এবং সময় টিভিসহ বেশ কিছু চ্যানেলে তার (শামীম হক) বিরুদ্ধে বিভিন্নরকম অপপ্রচারমূলক সংবাদ প্রচার করছেন। একইসঙ্গে স্বতন্ত্র প্রার্থীর মালিকানাধীন সমকাল পত্রিকায় মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ প্রচার ও প্রকাশ করছেন মর্মে অভিযোগ করেছেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনী প্রচারণা চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ৭ জানুয়ারি হবে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।