নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
নিউজিল্যান্ডের নেপিয়ারে কিউইদের বিপক্ষে ৫ উকেটের সহজ জয় পায় টাইগাররা। ১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮ বল বাকি থাকতে জয় নিশ্চিত করে মেহেদী-লিটন। শেষ দিকে ১৪ বলে ১৯ রানের লক্ষ্য তাড়া করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মেহেদী। লিটন দাশ ৩৬ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন।