গাজায় যুদ্ধ বন্ধ না করা পর্যন্ত একজন জিম্মিকেও ছাড়া হবে না বলে ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে আরবি ভাষায় দেওয়া এক বিবৃতিতে হামাস বলেছে, ‘ফিলিস্তিনি জাতীয় সিদ্ধান্ত অনুযায়ী, যুদ্ধ পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত জিম্মি বিনিময় নিয়ে কোনো আলোচনা হবে না।’
হামাস ছাড়াও গাজার আরেকটি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের হাতেও কয়েকজন ইসরায়েলি জিম্মি রয়েছেন।
মিসরের রাজধানী কায়রোতে এখন অস্থায়ী যুদ্ধবিরতি নিয়ে একটি আলোচনা চলছে। এই আলোচনায় অংশ নিতে গতকাল মিসরে আসেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। তবে ওই আলোচনায় কোনো ফলাফল পাওয়া যায়নি। হামাস একাধিকবার বলেছে, ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি না হওয়া পর্যন্ত অস্থায়ী বিরতির কোনো চুক্তি তারা করবে না।