দেশের পাঁচ ফুটবল স্টেডিয়ামে নির্বাচনী কার্যক্রম না করতে নির্বাচন কমিশনকে অনুরোধ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এই মাঠগুলোতে নির্বাচনী জনসমাবেশ হলে বাংলাদেশের ফুটবল ও ফুটবল সংশ্লিষ্ট অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছে বাফুফে।
সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের কাছে এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছে বাফুফে।
চিঠিতে বাফুফে জানায়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামী ২২ ডিসেম্বর থেকে ‘বাংলাদেশ প্রিমিয়ার লীগ ২০২৩-২৪’ এর খেলাগুলো দেশের ৫টি ভেন্যু শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম-গোপালগঞ্জ, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম-মুন্সিগঞ্জ, মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম-রাজশাহী, রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়াম-ময়মনসিংহ এবং বসুন্ধরা কিংস এ্যারেনা- ঢাকায় অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে জাতীয় ক্রীড়া পরিষদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনুকূলে এই স্টেডিয়াম (বসুন্ধরা কিংস এ্যারেনা-ঢাকা) ব্যতীত গত ১ আগস্ট থেকে ২০২৪ সালের আগামী ৩১ জুলাই পর্যন্ত বরাদ্দ প্রদান করা হয়েছে।
চিঠিতে আরও জানায়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও এর আওতাধীন বিভিন্ন ক্লাবগুলো গত ফুটবল মৌসুমসমূহে উল্লিখিত স্টেডিয়ামগুলোর মাঠের মান উন্নয়ন ও বিভিন্ন সংস্কার করে ফুটবল খেলার উপযোগী করে গড়ে তুলেছে। এতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও এর আওতাধীন বিভিন্ন ক্লাবসমূহ ব্যাপক অর্থ ও শ্রম ব্যয় করেছে এবং বিগত বছরের ন্যায় এ বছরও বাফুফে ও সংশ্লিষ্ট ক্লাবসমূহ কর্তৃক আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী মাঠের উন্নয়নের লক্ষ্যে ইতোমধ্যেই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যা মানসম্পন্ন আন্তর্জাতিক ও ঘরোয়া ফুটবল খেলায় যথার্থ ভূমিকা রাখবে।