ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

ফারুকের বিরুদ্ধে বাড়ি দখল সহ সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ

  • মোঃ সোহেল রানা
  • আপডেট টাইম : ০৭:৫২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩
  • ৮৯ বার পড়া হয়েছে

বি এন পি” র চেয়ারপার্সন ও তারেক রহমানের কাছের লোক ও বি এন পি”র একনিষ্ঠ কর্মী -এ কে এম এইচ ফারুক নামের এক  সন্ত্রাসীর কথা বলছি, ময়মনসিংহের পূর্ব ঢোলা ময়মনসিংহ জেলা স্কুল রোডের এ কে টি এইচ ফারুক এর পুত্র এ কে এম এইচ ফারুকের।

এই ফারুক দীর্ঘদিন মিরপুর -১১, ৩ নং রেভিনিউ এর ১২ নং রোডের ১১/সি নাহার প্লাজা ভাড়া ছিলেন। বাড়িওয়ালা সেলিমের অভিযোগ সে আমার বাড়িতে ২০১৪ সাল ২০১৬ সাল পর্যন্ত ভাড়া ছিলেন দেড় বছরের ভাড়া ও অন্যান্য সবমিলিয়ে ১০ লক্ষ টাকা পাওনা আছে।

ভুক্তভোগী দৈনিক আলোর জগত কে আরো জানায়, ফারুক আমার বাসায় ভাড়া থাকা অবস্থায় বিএনপির নেতা কর্মী নিয়ে গোপন মিটিং করতো, টাকা-পয়সা ভাগাভাগি নিয়ে তাদের সাথে চিৎকার চেঁচামেচি করতো, এছাড়া বিভিন্ন সময় এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিতো, বাসায় বিভিন্ন সময় মদের ও নেশার আসর বসতো, এ করে এম এইচ ফারুক মিরপুর এলাকার দাগী সন্ত্রাসী বি এন পি”র জালাও পোড়াও আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতো, এছাড়াও এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতো। সকল প্রকার অসামাজিক কার্যকলাপ ও নানা অপকর্মে লিপ্ত থাকে এই সন্ত্রাসী এ কে এম এইচ ফারুক।

ফারুকের বিষয় প্রাথমিক সরেজমিনে অনুসন্ধানে বেরিয়ে আসে মোহাম্মদ নাজিম মোল্লার কাছ থেকে একটি চুক্তিপত্রের মাধ্যমে ১৪ লক্ষ টাকা হাতিয়ে নেয় এ বিষয় নিয়ে কাফরুল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। যাহার নাম্বার ১২৪৯ তাং ২৩/০৫/২০১৪ ইং এভাবে একটি দুটি নয় এমন অসংখয অভিযোগে অভিযুক্ত রয়েছে এ কে এম এইচ ফারুকের রয়েছে বিভিন্ন শীর্ষ সন্ত্রাসী ও আন্ডারওয়ার্ল্ডের সাথে আঁতাত রয়েছে।

ভুক্তভোগী সেলিম দৈনিক আলোর জগত কে জানায় আমি খুব শীঘ্রই ফারুকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছি মামলা প্রক্রিয়াধীন।

আপলোডকারীর তথ্য

মির্জাগঞ্জে রাতের আধারে বসতঘর লুটপাট

ফারুকের বিরুদ্ধে বাড়ি দখল সহ সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ

আপডেট টাইম : ০৭:৫২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩

বি এন পি” র চেয়ারপার্সন ও তারেক রহমানের কাছের লোক ও বি এন পি”র একনিষ্ঠ কর্মী -এ কে এম এইচ ফারুক নামের এক  সন্ত্রাসীর কথা বলছি, ময়মনসিংহের পূর্ব ঢোলা ময়মনসিংহ জেলা স্কুল রোডের এ কে টি এইচ ফারুক এর পুত্র এ কে এম এইচ ফারুকের।

এই ফারুক দীর্ঘদিন মিরপুর -১১, ৩ নং রেভিনিউ এর ১২ নং রোডের ১১/সি নাহার প্লাজা ভাড়া ছিলেন। বাড়িওয়ালা সেলিমের অভিযোগ সে আমার বাড়িতে ২০১৪ সাল ২০১৬ সাল পর্যন্ত ভাড়া ছিলেন দেড় বছরের ভাড়া ও অন্যান্য সবমিলিয়ে ১০ লক্ষ টাকা পাওনা আছে।

ভুক্তভোগী দৈনিক আলোর জগত কে আরো জানায়, ফারুক আমার বাসায় ভাড়া থাকা অবস্থায় বিএনপির নেতা কর্মী নিয়ে গোপন মিটিং করতো, টাকা-পয়সা ভাগাভাগি নিয়ে তাদের সাথে চিৎকার চেঁচামেচি করতো, এছাড়া বিভিন্ন সময় এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিতো, বাসায় বিভিন্ন সময় মদের ও নেশার আসর বসতো, এ করে এম এইচ ফারুক মিরপুর এলাকার দাগী সন্ত্রাসী বি এন পি”র জালাও পোড়াও আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতো, এছাড়াও এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতো। সকল প্রকার অসামাজিক কার্যকলাপ ও নানা অপকর্মে লিপ্ত থাকে এই সন্ত্রাসী এ কে এম এইচ ফারুক।

ফারুকের বিষয় প্রাথমিক সরেজমিনে অনুসন্ধানে বেরিয়ে আসে মোহাম্মদ নাজিম মোল্লার কাছ থেকে একটি চুক্তিপত্রের মাধ্যমে ১৪ লক্ষ টাকা হাতিয়ে নেয় এ বিষয় নিয়ে কাফরুল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। যাহার নাম্বার ১২৪৯ তাং ২৩/০৫/২০১৪ ইং এভাবে একটি দুটি নয় এমন অসংখয অভিযোগে অভিযুক্ত রয়েছে এ কে এম এইচ ফারুকের রয়েছে বিভিন্ন শীর্ষ সন্ত্রাসী ও আন্ডারওয়ার্ল্ডের সাথে আঁতাত রয়েছে।

ভুক্তভোগী সেলিম দৈনিক আলোর জগত কে জানায় আমি খুব শীঘ্রই ফারুকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছি মামলা প্রক্রিয়াধীন।