জাতিসংঘ ছাড়া অন্য কোনো দেশের নিষেধাজ্ঞা আমলে নেওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি। পশ্চিমা বিশ্ব বাংলাদেশকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিলে ওই পরিস্থিতি বিবেচনায় ঢাকা-মস্কো আলোচনা করবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘টক উইথ অ্যাম্বাসেডর’ শীর্ষক সেমিনারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাশিয়ার রাষ্ট্রদূত এ কথা বলেন।
পশ্চিমারা যদি বাংলাদেশের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয়, তাহলে বন্ধু দেশ হিসেবে রাশিয়ার অবস্থান কী হবে? জানতে চাইলে রাষ্ট্রদূত মান্টিটস্কি বলেন, পশ্চিমাসহ অন্য যেকোনো দেশের নিষেধাজ্ঞাকে আমরা স্বীকৃতি দেই না। আমরা যেকোনো ধরনের অবৈধ নিষেধাজ্ঞার বিপক্ষে। আমরা শুধুমাত্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা হলে সেটিকে স্বীকৃতি দেই।
বাংলাদেশ ইস্যুতে তিনি বলেন, যদি ওই ধরনের কোনো সমস্যা হয়, আমরা আলোচনা করব। আমরা কী ধরনের সহযোগিতা করতে পারি সেটি রাশিয়ান সরকার এবং আমাদের অন্যান্য ইনস্টিটিউশন মিলে আলোচনা করব।
এ অনুষ্ঠানের আয়োজক স্বাধীনতা সাংবাদিক ফোরাম। জ্যৈষ্ঠ সাংবাদিক খায়রুল আলমের সভাপতিত্বে সঞ্চালকের দায়িত্ব পালন করেন জ্যৈষ্ঠ সাংবাদিক শেখ শাহরিয়ার জামান।