সড়ক ও জনপদ বিভাগের উদ্যোগে জামালপুরে সরিষাবাড়ী উপজেলায় তারাকান্দি- ভূঁয়াপুর সড়কের কুমারপাড়া ও কাওয়ামারা নামক স্থানে পরিমাপক স্কেল স্থাপনের প্রস্থাবিত স্থান পরিবর্তন এর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩ ডিসেম্বর) সকালে তারাকান্দি-ভূয়াপুরগামী প্রধান সড়কের পাশে দাঁড়িয়ে উপজেলা ৪নং আওনা ইউনিয়নের কুমারপাড়া ও ৫নং পিংনা ইউনিয়নের কাওয়ামারা গ্রামবাসী এ মানববন্ধন করে।
মানববন্ধনে নিজেদের বসতবাড়ি রক্ষার্থে প্রায় ৫ শতাধিক নারী পুরুষ অংশ নেয় । এসময় প্রস্তাবিত পরিমাপক স্কেল স্থাপনের স্থান পরিবর্তন এর দাবিতে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য হাফিজুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের শ্রম ও প্রচার সম্পাদক নুরুল ইসলাম,ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল সহ আরও অনেকেই।
এলাকাবাসী বলেন, আমরা সকলেই নদী ভাঙ্গা মানুষ। আমাদের পুরনো বসতবাড়ি ও আবাদি জমি সবই নদী গর্ভে চলে গেছে। বর্তমানে আমাদের মাথা গোছানোর ঠাঁই বলতে এই বসতভিটাটুকুই আছে। আমরা একশোটি পরিবার এখানে বসবাস করছি। তবুও যদি সড়ক ও জনপদ বিভাগের উদ্যোগে এখানে পরিমাপক স্কেল স্থাপন করা হয়। তাহলে আমরা কোথায় যাব।
এলাকাবাসী আরও বলেন, আমাদের জমি ও বসতবাড়ি স্থাপনার অধিক মূল্য দিতে চায় তারা। কিন্তু আমরা এটা চাই না। আমরা জমি ও বসতবাড়ি অধিক মূল্যের টাকা দিয়ে কি করব। আমাদের টাকার প্রয়োজন নেই। এখানে আমাদের বাপ দাদাদের কবর রয়েছে। তাদের স্মৃতি রেখে আমরা অন্য কোথাও যেতে চাইনা। তারা অন্যত্ত্ব খালি জায়গা দেখে সেখানে এই পরিমাপক স্কেল নির্মাণ করুক। এটাই আমাদের সংশ্লিষ্ট প্রকল্পের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনীত দাবি।