ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

শাকিব খান ‘ভুয়া গুজব’ সিনেমার প্রধান পরিচালক: বুবলী

  • বিনোদন ডেস্ক
  • আপডেট টাইম : ০৪:৩২:১৯ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩
  • ৬০ বার পড়া হয়েছে

আবারও উত্তাপ ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলীর সম্পর্ক। সম্প্রতি গানবাংলা টেলিভিশন চ্যানেলের কর্ণধার কৌশিক হাসান তাপসের সঙ্গে বুবলীর সম্পর্কের গুঞ্জনকে ঘিরে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেন শাকিব খান। যা নিয়ে রীতিমতো খেপেছেন বুবলী নিজেও।

মূলত এই আলোচনার সূত্রপাত গানবাংলার কর্ণধার কৌশিক হোসেন তাপসের স্ত্রী ফারজানা মুন্নী ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের একটি ফোনালাপকে কেন্দ্র করে। যেখানে বুবলীর বিরুদ্ধে একাধিক অভিযোগ শোনা যায় ফারজানা মুন্নীর কণ্ঠে।

প্রায় ১৪ মিনিটের সেই অডিও ক্লিপে মুন্নী দাবি করেন, বুবলী তার সংসার ভাঙার চেষ্টা করছেন। তাপসের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। এমনকি শাকিবের বিরুদ্ধে প্রতিশোধ নিতেই তাপসের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ তার।

সেই ফোনালাপ প্রসঙ্গে শাকিব বলেন, ‘কথাগুলো বলতে চাই না। কারণ এসব নিয়ে বললে আমি নিজের কাছেও লজ্জিতবোধ করব, অপমানিতবোধ করব। মুন্নী ভাবির অডিও আমি শুনেছি এবং আমাকেও যা বলেছেন, এটা আমি আশা করিনি। কারণ মুন্নি ভাবিকে আমি যতটা স্ট্রং পারসোনালিটির মানুষ হিসেবে দেখেছি, তার মতো মানুষকে এত অসহায়ভাবে দেখব সেটা আশা করিনি।’

এরপর শাকিব বলেন, ‘এমন একটা মানুষকে নিয়ে কথা, যার সঙ্গে আমার সম্পর্ক ছিল। আসলে মিডিয়াতে কখন কার রূপ যে বদলে যায়, বলা যায় না। যাই হোক, এ বিষয়ে আমি আর কিছু বলতে চাই না। এ ব্যাপারে জড়াতেও চাই না।’

শাকিবের দাবি, এর আগেও অনেকের সঙ্গে বুবলীর ‘স্ক্যান্ডাল’র বিষয়ে শুনেছেন। এমনকি কিছু ক্ষেত্রে দোষ নিজের কাঁধেও নিয়ে চুপ করে ছিলেন তিনি। শাকিবের কথায়, ‘তার (বুবলী) তো এর আগেও অনেক স্ক্যান্ডাল শুনেছি। এই স্ক্যান্ডালটা তো তাপসের স্ত্রী নিজে বললেন। সেটার অডিও আমরা সবাই শুনলাম। আমারটা আর না-ই বললাম।’

শাকিবের এসব মন্তব্যর পরেই মুখ খুলেছেন বুবলী। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে এই নায়কের নাম উল্লেখ না করেই পরোক্ষভাবে তার সমালোচনা করেছেন তিনি। যেখানে শাকিবকে ‘ভুয়া গুজব’ সিনেমার প্রধান পরিচালক বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।

বুবলী তার স্ট্যাটাসে লিখেছেন, ‘ভূতের মুখে রাম রাম (নাম)। অবশেষে নায়ক সাহেব বরাবরের মতোই ‘ভুয়া গুজব’ সিনেমার প্রধান পরিচালক হিসেবে সামনে আসলেন। অবশ্য এ রকম পরিচালনা তার জন্য নতুন কিছু না। মজার ব্যাপার হচ্ছে নায়ক এবং তার গ্যাংয়ের সদস্যদের আমার নাম নিয়ে শুধু আলোচনায় থাকতে হয়। এদের রিজিকের ব্যবস্থা করছি ভেবে ভালো লাগে।’

শাকিবকে ‘ভুয়া গুজব’ সিনেমার প্রধান পরিচালক বলার পেছনে যথেষ্ট কারণও রয়েছে বুবলীর। কারণ তাপসের সঙ্গে সম্পর্কের গুঞ্জনকে শুরু থেকেই গুজব বলে দাবি করেছেন তিনি। এই নায়িকার দাবি, সম্মানহানির জন্যই এসব অপচেষ্টা করা হচ্ছে তার বিরুদ্ধে।

আপলোডকারীর তথ্য

মির্জাগঞ্জে রাতের আধারে বসতঘর লুটপাট

শাকিব খান ‘ভুয়া গুজব’ সিনেমার প্রধান পরিচালক: বুবলী

আপডেট টাইম : ০৪:৩২:১৯ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩

আবারও উত্তাপ ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলীর সম্পর্ক। সম্প্রতি গানবাংলা টেলিভিশন চ্যানেলের কর্ণধার কৌশিক হাসান তাপসের সঙ্গে বুবলীর সম্পর্কের গুঞ্জনকে ঘিরে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেন শাকিব খান। যা নিয়ে রীতিমতো খেপেছেন বুবলী নিজেও।

মূলত এই আলোচনার সূত্রপাত গানবাংলার কর্ণধার কৌশিক হোসেন তাপসের স্ত্রী ফারজানা মুন্নী ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের একটি ফোনালাপকে কেন্দ্র করে। যেখানে বুবলীর বিরুদ্ধে একাধিক অভিযোগ শোনা যায় ফারজানা মুন্নীর কণ্ঠে।

প্রায় ১৪ মিনিটের সেই অডিও ক্লিপে মুন্নী দাবি করেন, বুবলী তার সংসার ভাঙার চেষ্টা করছেন। তাপসের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। এমনকি শাকিবের বিরুদ্ধে প্রতিশোধ নিতেই তাপসের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ তার।

সেই ফোনালাপ প্রসঙ্গে শাকিব বলেন, ‘কথাগুলো বলতে চাই না। কারণ এসব নিয়ে বললে আমি নিজের কাছেও লজ্জিতবোধ করব, অপমানিতবোধ করব। মুন্নী ভাবির অডিও আমি শুনেছি এবং আমাকেও যা বলেছেন, এটা আমি আশা করিনি। কারণ মুন্নি ভাবিকে আমি যতটা স্ট্রং পারসোনালিটির মানুষ হিসেবে দেখেছি, তার মতো মানুষকে এত অসহায়ভাবে দেখব সেটা আশা করিনি।’

এরপর শাকিব বলেন, ‘এমন একটা মানুষকে নিয়ে কথা, যার সঙ্গে আমার সম্পর্ক ছিল। আসলে মিডিয়াতে কখন কার রূপ যে বদলে যায়, বলা যায় না। যাই হোক, এ বিষয়ে আমি আর কিছু বলতে চাই না। এ ব্যাপারে জড়াতেও চাই না।’

শাকিবের দাবি, এর আগেও অনেকের সঙ্গে বুবলীর ‘স্ক্যান্ডাল’র বিষয়ে শুনেছেন। এমনকি কিছু ক্ষেত্রে দোষ নিজের কাঁধেও নিয়ে চুপ করে ছিলেন তিনি। শাকিবের কথায়, ‘তার (বুবলী) তো এর আগেও অনেক স্ক্যান্ডাল শুনেছি। এই স্ক্যান্ডালটা তো তাপসের স্ত্রী নিজে বললেন। সেটার অডিও আমরা সবাই শুনলাম। আমারটা আর না-ই বললাম।’

শাকিবের এসব মন্তব্যর পরেই মুখ খুলেছেন বুবলী। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে এই নায়কের নাম উল্লেখ না করেই পরোক্ষভাবে তার সমালোচনা করেছেন তিনি। যেখানে শাকিবকে ‘ভুয়া গুজব’ সিনেমার প্রধান পরিচালক বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।

বুবলী তার স্ট্যাটাসে লিখেছেন, ‘ভূতের মুখে রাম রাম (নাম)। অবশেষে নায়ক সাহেব বরাবরের মতোই ‘ভুয়া গুজব’ সিনেমার প্রধান পরিচালক হিসেবে সামনে আসলেন। অবশ্য এ রকম পরিচালনা তার জন্য নতুন কিছু না। মজার ব্যাপার হচ্ছে নায়ক এবং তার গ্যাংয়ের সদস্যদের আমার নাম নিয়ে শুধু আলোচনায় থাকতে হয়। এদের রিজিকের ব্যবস্থা করছি ভেবে ভালো লাগে।’

শাকিবকে ‘ভুয়া গুজব’ সিনেমার প্রধান পরিচালক বলার পেছনে যথেষ্ট কারণও রয়েছে বুবলীর। কারণ তাপসের সঙ্গে সম্পর্কের গুঞ্জনকে শুরু থেকেই গুজব বলে দাবি করেছেন তিনি। এই নায়িকার দাবি, সম্মানহানির জন্যই এসব অপচেষ্টা করা হচ্ছে তার বিরুদ্ধে।