ঢাকা ০৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪
সংবাদ শিরোনাম :

খাগড়াছড়িতে ট্রাকে আগুন, হেলপারের মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০২:৪৪:৫২ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩
  • ৪৯ বার পড়া হয়েছে

খাগড়াছড়ির গুইমারায় অবরোধকারীদের দেওয়া আগুনে দগ্ধ ট্রাকের হেলপার মো. বেলাল হোসাইন (৩৫) মারা গেছেন।

শনিবার (২ ডিসেম্বর) বিকেল পৌনে চারটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম।

তিনি জানান, খাগড়াছড়ি থেকে বেলাল হোসাইন নামে এক ব্যক্তি গত মঙ্গলবার (২৮ নভেম্বর) আমাদের জরুরি বিভাগে আসে। তার শরীরের ৮৫ শতাংশ দগ্ধ হয়েছিল। পরে গতকাল বিকালে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে মারা যান তিনি।

নিহতের মেয়ের জামাই রাসেল জানান, চট্টগ্রাম থেকে সরকারি চাল বোঝাই একটি ট্রাক মাটিরাঙ্গা তাইন্দং খাদ্য গুদামের উদ্দেশে যাচ্ছিল। পথে গুইমারার হাফছড়ি ইউনিয়নের জনৈক আলাউদ্দিনের বাড়ির সামনে পৌঁছালে রাস্তায় গাছ ফেলে দুর্বৃত্তরা গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে আমার শ্বশুর বেলাল হোসাইন দগ্ধ হন। পরে শেখ হাসিনা বার্নের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিকেলের দিকে মারা যান।

তিনি বলেন, বেলাল হোসাইন খাগড়াছড়ি উপজেলার মাটিরাঙ্গা থানার আদর্শ গ্রামের শহিদুল হকের ছেলে ছিল। তিনি ওই ট্রাকের হেলপার ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চিকিৎসার চেক হস্তান্ত, সাবেক এম পি নুরুল আমিন রুহুল

খাগড়াছড়িতে ট্রাকে আগুন, হেলপারের মৃত্যু

আপডেট টাইম : ০২:৪৪:৫২ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩

খাগড়াছড়ির গুইমারায় অবরোধকারীদের দেওয়া আগুনে দগ্ধ ট্রাকের হেলপার মো. বেলাল হোসাইন (৩৫) মারা গেছেন।

শনিবার (২ ডিসেম্বর) বিকেল পৌনে চারটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম।

তিনি জানান, খাগড়াছড়ি থেকে বেলাল হোসাইন নামে এক ব্যক্তি গত মঙ্গলবার (২৮ নভেম্বর) আমাদের জরুরি বিভাগে আসে। তার শরীরের ৮৫ শতাংশ দগ্ধ হয়েছিল। পরে গতকাল বিকালে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে মারা যান তিনি।

নিহতের মেয়ের জামাই রাসেল জানান, চট্টগ্রাম থেকে সরকারি চাল বোঝাই একটি ট্রাক মাটিরাঙ্গা তাইন্দং খাদ্য গুদামের উদ্দেশে যাচ্ছিল। পথে গুইমারার হাফছড়ি ইউনিয়নের জনৈক আলাউদ্দিনের বাড়ির সামনে পৌঁছালে রাস্তায় গাছ ফেলে দুর্বৃত্তরা গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে আমার শ্বশুর বেলাল হোসাইন দগ্ধ হন। পরে শেখ হাসিনা বার্নের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিকেলের দিকে মারা যান।

তিনি বলেন, বেলাল হোসাইন খাগড়াছড়ি উপজেলার মাটিরাঙ্গা থানার আদর্শ গ্রামের শহিদুল হকের ছেলে ছিল। তিনি ওই ট্রাকের হেলপার ছিলেন।