ময়মনসিংহের ঈশ্বগঞ্জ ট্রাকচাপায় স্কুলশিক্ষকসহ ২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ঈশ্বরগঞ্জের দত্তপাড়া ফায়ার লসার্ভিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঈশ্বরগঞ্জ পৌর এলাকার দত্তপাড়া গ্রামের মৃত দুলাল গৌড়ের ছেলে ধনতি গৌড় (৬০) ও উপজেলার বড়হিত ইউনিয়নের পস্তাইল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সাত্তার (৬২)।
পুলিশ জানায়,সকালে ময়মনসিংহ থেকে একটি বালুবাহী ট্রাক কিশোরগঞ্জের দিকে যাওয়ার পথে ঈশ্বরগঞ্জ পৌরসভার দত্তপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের সামনে দুই পথচারীকে ধাক্কা দেয়। এতে ওই দুই পথচারী সড়কের উপর ছিটকে পড়ে ঘটনাস্থলে একজন ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর অপরজন মারা যায়।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ মাজেদুর রহমান জানান ট্রাকের ধাক্কায় দুই জন নিহত দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সেই সাথে ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এই ঘটনায় ট্রাকের চালক পলাতক রয়েছে।