যশরাজের স্পাই ইউনিভার্সের পঞ্চম সিনেমা টাইগার ৩। প্রথম থেকেই জনপ্রিয় এই ফ্র্যাঞ্জায়েজি। সালমান খানের অ্যাকশন, ভারতপ্রেমের সেন্টিমেন্ট, ক্যাটরিনার সঙ্গে রোম্যান্স, বিদেশের দুর্দান্ত সব লোকেশন— সব মিলিয়ে এক থা টাইগার আর টাইগার জিন্দা হ্যায় দর্শক মনে এক বিশাল জায়গা করে নিয়েছিল।
এক থা টাইগার সালমান খানের কেরিয়ারের অন্যতম বড় হিট। ছবিটি পরিচালনা করেছিলেন কবীর খান। ২০১২ সালে মুক্তি পাওয়া এই সিনেমার বাজেট ছিল ৭৫ কোটি। আর ছবির সর্বকালীন আয় ৩৩৫ কোটি।
অন্যদিকে টাইগার জিন্দা হ্যায় আসে ২০১৭ সালে। ১২০-১৩০ কোটি বাজেটে তৈরি হয় ছবিটি। পরিচালনার দায়িত্ব সামলান আলি আব্বাস জাফর। বক্স অফিস থেকে ঘরে তোলে ৫৬৫ কোটি।
কিন্তু টাইগার ৩-এর জন্য প্রচুর খরচ করেছে যশরাজ ফিল্মস। বাজেট ৩০০ কোটি। কিন্তু ১৭ দিনে এসেও ভারতের বাজার থেকে সেই টাকা ঘরে তুলতে পারলেন না প্রযোজনা প্রতিষ্ঠানটি।
রিপোর্ট অনুসারে, তৃতীয় বৃহস্পতিবারে এসে টাইগার ৩ ঘরে তুলল মাত্র ২.২৫ কোটি। যা সবচেয়ে কম আয় মুক্তির পর থেকে।