এবারে কুড়িগ্রাম ব্রহ্মপুত্র নদের গভীর পানিতে বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহিদুল ওআনিসকে অভিনব কৌশলে গ্ৰেফতর করেছে ডিবির একটি আধুনিক চৌকস দল ।
পুলিশ সুপার কুড়িগ্রাম আল আসাদ মাহফুজুল ইসলাম পরামর্শে কুড়িগ্রাম ডিবির একটি চৌকস টিম কুড়িগ্রাম সদর থানাধীন ব্রম্মপুত্র নদীতে অভিযান পরিচালনা করে ২১ কেজি ২০০ গ্রাম গাজা সহ আসামি ১.মোঃ জাহিদুল ইসলাম(৩২) পিতা নজরুল ইসলাম সাং- বেড়াকুটি থানা-ফুলবাড়ী ২.মো্ঃ আনিস(৩৫)পিতা হযরত আলী থানা- নাগেশ্বরী জেলা- কুড়িগ্রাম । দু’ জনকেই বিশেষ অভিযানে অত্যাধুনিক কৌশলে গ্রেফতার করে। আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। মামলার ঘটনায় মুঠোফোনে যোগাযোগ করা হলে মামলা রজ্জুর প্রক্রিয়া চলমান রয়েছে মর্মে ডিবির অফিস সূত্রে জানানো হয়।