ময়মনসিংহের ভালুকায় সরকারী সংরক্ষিত বনের ৫৯ টুকরা গজারি কাঠ আটক করেছে বন বিভাগ। ২৫ (নভেম্বর) শনিবার রাতে ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নের পাইলাব চৌরাস্তা নামক স্থানের আজিজুল হকের বাড়ীর পাশ থেকে ওই কাঠ গুলো আটক করা হয়।
স্থানীয়রা জানায়, পার্শ্ববর্তী হবিরবাড়ী ইউনিয়নের বড়শি গ্রামের মৃত আবু সাঈদের ছেলে শাহজাহান মিয়া দীর্ঘদিন যাবত একই এলাকার আজিজুল হক ও তার ভাই মনজুরুল হক মিলে বনের চোরাই কাঠের ব্যবসা পরিচালনা করে আসছিলো। আর তাই কাঠ গুলো হয়তোবা তারা সরকারী বন থেকে কেটে এনে বিক্রি করার উদ্দেশ্য এখানে রেখেছিলো।
বিষয়টি স্থানীয় বন বিভাগ কে জানালে ভালুকা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা হারুন অর রশিদ ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত অবস্থায় কাঠ গুলো আটক করে রেঞ্জ অফিসে নিয়ে আসেন। ওই সময় তিনি জানান উল্লেক্ষিত স্থান থেকে পরিত্যক্তবস্থায় কাঠ গুলো উদ্ধার করা হয়েছে । কারা এর সাথে জরিত কিংবা কাঠ গুলো কোথায় থেকে আনা হয়েছে তা তদন্তপুর্বক বন আইনে ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে অভিযুক্ত শাহজাহান মিয়ার বক্তব্য নেওয়ার জন্য তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।