মৌলভীবাজার জেলার জুড়ী থানায় ৩১০ লিটার চোলাই মদ সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশের একটি দল।
আটক মাদক ব্যবসায়ী নাম জগন্নাথ মুন্ডা (২৩) সে জুড়ী থানার গোয়ালবাড়ি ইউনিয়নের জামকান্দি এলাকার ফুটুক চাঁন মুন্ডা ছেলে।
জুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেনের দিকনির্দেশনায় (২২ নভেম্বর) সন্ধ্যায় সময় এসআই সিরাজুল ইসলাম এর নেতৃত্বে এসআই ফরহাদ এএসআই কামাল, এএসআই বিপ্রেশ সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৩১০ লিটার চোলাই মদ সহ জগন্নাথ মুন্ডাকে গ্রেফতার করে।
৩১০ লিটার দেশীয় চোলাই মদ বসত ঘরের ভিতরে তল্লাশি করে উদ্ধার করা হয়।
জুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩১০ লিটার মদ সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশের একটি টিম।
তিনি আরো বলেন আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।