বাথরুমে পড়ে গিয়ে বাম পায়ের টেন্ডুলে ফেক্সচার হয় সাংবাদিক জাকির হোসেনের। দুইবার অস্ত্র পাচারেও সফলতা আসেনি।
সাংবাদিক জাকির হোসেন বলেন , বাথরুমে পড়ে গিয়ে বাম পায়ের টেন্ডুলে ফেক্সচার হলে অপারেশন করেন ডক্টর জুনাইয়িদ আহাম্মেদ। তারা আমাকে দুইবার সার্জারি অপারেশন করা হলেও এখন পর্যন্ত কোন সফলতা দেখা যায় নি। দীর্ঘ ছয়টি মাস ধরে এই পাঁ নিয়ে ভুগছি।
গাজীপুর বড় বাড়ি নিউ ইসলামিয়া হাসপাতালে প্রথম সার্জারি ট্রিটমেন্ট করা হলে দ্বিতীয়বারের মতো নতুন করেন ট্রিটমেন্ট করেন,একই ডক্টর জুনায়েদ আহমেদ। আর কত বার ডাক্তারের সহানুভূতিতে থাকতে হবে? আমি জানিনা আল্লাহ তাআলা আমাকে রহমত করুন সকলে মিলে দোয়া করবেন।
সাংবাদিক জাকির হোসেন সকলের কাছে দোয়া প্রার্থী