রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় যাত্রীবাহী চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, ‘আজ রোববার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার উদপুর এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ ঘটনা ঘটে।’
আগুন লাগার পরপরই যাত্রীরা দ্রুত বাস থেকে নিরাপদে নেমে যান। এজন্য কোনো যাত্রী আহত হননি বলে জানান ওসি। শিমু নূর তাজ পরিবহনের বাসটি রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে চলাচল করে।
বাসচালক বাদশা বলেন, ‘আমি দুটি মোটরসাইকেলে হেলমেট পরিহিত চার জনকে বাসের পেছন পেছন আসতে দেখি। হঠাৎ একজন একটি জ্বলন্ত বোতল ছুড়ে মারলে বাসে আগুন ধরে যায়। এ ঘটনার পর মহাসড়ক দিয়ে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে। এরপর ফায়ার সার্ভিস সদস্যরা বাসের আগুন নেভানোর পর যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান ওসি।