ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

একে অন্যের প্রশংসায় শাহরুখ-বেকহাম

  • বিনোদন ডেস্ক:
  • আপডেট টাইম : ০১:৪৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
  • ৭৩ বার পড়া হয়েছে

ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে তিন দিনের ভারত ভ্রমণে এসেছিলেন ফুটবলার বেকহাম। ভারত ছাড়ার আগে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ‘মান্নাত’ এ গিয়েছিলেন এই ব্রিটিশ ফুটবলার। শাহরুখ খান নিজে তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন।

বেকহামের জন্য শাহরুখ মান্নাত–এ এক জমকালো নৈশভোজের আয়োজন করেছিলেন। বেকহাম শাহরুখ খানের আমন্ত্রণ গ্রহণ করে মান্নাত-এ হাজির ছিলেন। এই রাতে শাহরুখের বাসায় যেন চাঁদের হাট বসেছিল। বেকহামের সঙ্গে দেখা করতে বিটাউনের একঝাঁক তারকা এই রাতে মান্নাত-এ হাজির ছিলেন। জনপ্রিয় এই ফুটবলারকে অতিথি হিসেবে পেয়ে শাহরুখ যে আপ্লুত, তা বলার অপেক্ষা রাখে না।

এই বলিউড তারকা তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় বেকহামকে ঘিরে একটি সুন্দর পোস্ট করেছেন। বেকহামের সঙ্গে একটি ছবি পোস্ট করে কিং খান এই পোস্টে লিখেছেন, ‘এক আপাদমস্তক ভদ্রলোকের সঙ্গে গতকাল এক আইকন রাত ছিল। আমি সব সময় তাঁর বড় ভক্ত। কিন্তু তাঁর সঙ্গে দেখা করার পর আর শিশুদের সঙ্গে তাঁর হৃদ্যতা দেখে আরও উপলব্ধি করি যে ফুটবলের থেকেও বেশি তাঁর মানবিকতা আর নম্র স্বভাব। বেকহামের পরিবারকে জানাই ভালোবাসা। পরম বন্ধু, ভালো থাকুন, আনন্দে থাকুন। আর এবার একটু ঘুমান।’

দেশে ফিরেই শাহরুখকে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করেছেন বেকহাম। ভালোবাসার ইমোজি দিয়ে শাহরুখের উদ্দেশে তিনি লিখেছেন, ‘আপনি অসাধারণ মানুষ। আপনার বাসায় পা রেখে সম্মানিত বোধ করেছি। আপনার সঙ্গে নৈশভোজ সত্যিই উপভোগ করেছি। আমার প্রথম ভারত সফরের শেষ দিনটা আপনার কারণে স্মরণীয় হয়ে থাকবে, আপনাকে ধন্যবাদ। আপনি ও আপনার পরিবার লন্ডনে আমার বাসায় আমন্ত্রিত, যেকোনো দিন, যেকোনো সময়।’

আপলোডকারীর তথ্য

মির্জাগঞ্জে রাতের আধারে বসতঘর লুটপাট

একে অন্যের প্রশংসায় শাহরুখ-বেকহাম

আপডেট টাইম : ০১:৪৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩

ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে তিন দিনের ভারত ভ্রমণে এসেছিলেন ফুটবলার বেকহাম। ভারত ছাড়ার আগে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ‘মান্নাত’ এ গিয়েছিলেন এই ব্রিটিশ ফুটবলার। শাহরুখ খান নিজে তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন।

বেকহামের জন্য শাহরুখ মান্নাত–এ এক জমকালো নৈশভোজের আয়োজন করেছিলেন। বেকহাম শাহরুখ খানের আমন্ত্রণ গ্রহণ করে মান্নাত-এ হাজির ছিলেন। এই রাতে শাহরুখের বাসায় যেন চাঁদের হাট বসেছিল। বেকহামের সঙ্গে দেখা করতে বিটাউনের একঝাঁক তারকা এই রাতে মান্নাত-এ হাজির ছিলেন। জনপ্রিয় এই ফুটবলারকে অতিথি হিসেবে পেয়ে শাহরুখ যে আপ্লুত, তা বলার অপেক্ষা রাখে না।

এই বলিউড তারকা তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় বেকহামকে ঘিরে একটি সুন্দর পোস্ট করেছেন। বেকহামের সঙ্গে একটি ছবি পোস্ট করে কিং খান এই পোস্টে লিখেছেন, ‘এক আপাদমস্তক ভদ্রলোকের সঙ্গে গতকাল এক আইকন রাত ছিল। আমি সব সময় তাঁর বড় ভক্ত। কিন্তু তাঁর সঙ্গে দেখা করার পর আর শিশুদের সঙ্গে তাঁর হৃদ্যতা দেখে আরও উপলব্ধি করি যে ফুটবলের থেকেও বেশি তাঁর মানবিকতা আর নম্র স্বভাব। বেকহামের পরিবারকে জানাই ভালোবাসা। পরম বন্ধু, ভালো থাকুন, আনন্দে থাকুন। আর এবার একটু ঘুমান।’

দেশে ফিরেই শাহরুখকে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করেছেন বেকহাম। ভালোবাসার ইমোজি দিয়ে শাহরুখের উদ্দেশে তিনি লিখেছেন, ‘আপনি অসাধারণ মানুষ। আপনার বাসায় পা রেখে সম্মানিত বোধ করেছি। আপনার সঙ্গে নৈশভোজ সত্যিই উপভোগ করেছি। আমার প্রথম ভারত সফরের শেষ দিনটা আপনার কারণে স্মরণীয় হয়ে থাকবে, আপনাকে ধন্যবাদ। আপনি ও আপনার পরিবার লন্ডনে আমার বাসায় আমন্ত্রিত, যেকোনো দিন, যেকোনো সময়।’