আজ খুলনার বিভিন্ন কাঁচা বাজার ঘুরে দেখা যায় যেপ্রতিটি কাঁচা পণ্য দাম উর্ধ গতি বাজার অবস্থা বড়ইবড়ই বেসামাল বেসামাল। দাম বাড়ার কারণ খতিয়ে দেখতে গিয়ে জানা যায় যে হরতাল এবং অবরোধের কারণে প্রতিটি কাঁচাপণ্য বাজারে আসতে পড়ে যাচ্ছে দ্বিগুণেরও বেশি।
এই সুযোগে একশ্রেণীর ব্যবসায়িক সিন্ডিকেট প্রতিটি পণ্যের দাম ইচ্ছামত ভাবে নিরূপণ করে বিক্রি করছে |খুচরা ব্যবসায়ীরা অজুহাত দেখাচ্ছে যে প্রতিটি পণ্যের দামি বেশি দামে তাদের ক্রয় করতে হচ্ছে যার কারণে তারা বেশি দামে বিক্রি করছে|যেখানে অবরোধের পূর্বে আলু খুচরা বাজারে বিক্রি হতো 38 থেকে 40 টাকা দরে |সেখানে বর্তমান বাজারে আলু বিক্রি হচ্ছে হচ্ছে ৫০ টাকা থেকে ৫৫ টাকা দরে |
এছাড়া এখন শীতকালীন শাকসবজির দাম কম হওয়ার কথা থাকলেও বর্তমান বাজারে মিলছে তার উল্টোটি|এমত অবস্থায় খালিশপুর চিত্রলী বাজার, মার্কেট বাজার, হাউজিং বাজার,খুলনা বড় বাজার এছাড়া বিভিন্ন কাঁচাবাজার ঘুরে একজন সাধারণ বিক্রেতা সঙ্গে কথা হয় তিনি জানান যে প্রতিটি কাঁচাপণ্য পূর্বের থেকে আট টাকা দশ টাকা বা তার চেয়ে বেশি দামে ক্রয় করতে হচ্ছে |
একজন সাধারণ ক্রেতা জনাব মোঃ শফিকুল ইসলাম,পেশায় একজন শ্রমিক তিনি জানায় যে তার সংসারে চারজন লোকের বসবাস|প্রতিটি পণ্য চাল,ডাল,তেল,আটা,চিনি এছাড়া কাঁচাপণ্যের দাম এতটাই উর্ধ্ব গতি যে তার সামান্য উপার্জনে এখন বেসামাল হয়ে যাচ্ছে সংসার চালানোর দায়ভার|
এজন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রী ওজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর দেশরত্ন কন্যা প্রধানমন্ত্রীর কাছে হাতজোরে সুপারিশ করেন যে তিনি যেন উক্ত ব্যাপারে ভূমিকা পালন করে বাজারদর নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করেন|যেন আমরা সাধারণ জনগণেরা একটু খেয়ে পড়ে মোটা কাপড় আর মোটা ভাতের জন্য বেঁচে থাকতে পারি সে ব্যাপারে সরকার প্রধানের একান্ত দৃষ্টি কামনা করি |আর এর জন্য পুনরায় আবার দেশ উন্নয়নের কারিগর এর নৌকা মার্কায় ভোট প্রদান করিয়া যেন পুনরায় উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সকলের প্রতি নৌকা মার্কায় ভোট প্রদান করতে প্রার্থনা করি|