বৃহস্পতিবার সকাল ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে হাতিরঝিল থানা পুলিশ ৩০০ পিস ইয়াবাসহ আজাদ নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেন। এ বিষয়ে হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলা নং ২৩ ।
হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ শাহ মোঃ আওলাদ হোসেন পিপিএম জানান, এসআই জাহিদ এর নেতৃত্বে একদল চৌকস পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক ইয়াবা ব্যবসায়ীকে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। তার নাম আজাদ, পিতা আব্দুর রহমান, ঠিকানা মগবাজার গাবতলা গলি। সূত্র জানায় আজাদ আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবত এলাকায় ইয়াবা ব্যবসা করে আসছিলো। তার কারণে এলাকার যুব সমাজ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে বলে অনেকে মনে করেন।
উল্লেখ্য স্বরাষ্ট্রমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করায় হাতিরঝিল থানা পুলিশ অত্যন্ত দায়িত্বপরায়ণভাবে কাজ করে মাদক নির্মূলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এজন্য স্বরাষ্ট্রমন্ত্রী সহ হাতিরঝিল থানা পুলিশকে এলাকার মানুষ ধন্যবাদ জানিয়েছেন। ডিউটি অফিসার এসআই সুমন অফিসার ইনচার্জ এর নির্দেশে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করেন।