চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় মায়ের সামনে থেকে ১৬ বছর বয়সী এক কিশোরীকে অপহরণের ঘটনায় প্রধান অভিযুক্ত মো. শাকিলকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৫ নভেম্বর) সকাল ৭টার দিকে সীতাকুণ্ড উপজেলার পাথরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একইসঙ্গে ভুক্তভোগী কিশোরীকেও উদ্ধার করা হয়।
এর আগে মঙ্গলবার (১৪ নভেম্বর) দিনেদুপুরে কিশোরীকে মায়ের সামনে থেকে ফিল্মি স্টাইলে তুলে নেওয়ার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, মঙ্গলবার বিকেলে চান্দগাঁও থানার ইস্পাহানি জেটি রোডে মায়ের সঙ্গে হাঁটছিলেন ভুক্তভোগী কিশোরী। বিকেল ৪টা ২৭ মিনিটের দিকে তারা ওই রোডের ছাফা মোতালেব ক্লিনিকের সামনে পৌঁছালে শাকিলের নেতৃত্বে কয়েকজন বখাটে তাদের গতিরোধ করে। এসময় অভিযুক্তদের সঙ্গে কিশোরীর মায়ের কিছুক্ষণ ধস্তাধস্তি হয়। একপর্যায়ে মাকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে কিশোরীকে একটি অটোরিকশায় তুলে নিয়ে যায় অভিযুক্তরা।
চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির আলোর জগতকে বলেন, কিশোরীকে তুলে নেওয়ার ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামিদের শনাক্ত এবং প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে উদ্ধার এবং অপহরণের ঘটনায় ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।
এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।