টিসিবি কার্ডের আওতাভুক্ত নয় এমন স্বল্প আয়ের পরিবারের মানুষদের জন্য ভর্তুকি মূল্যে আলু,পেঁয়াজ, ডাল ও সয়াবিন তেল বিক্রির কার্যক্রম শুরু করেছে সরকার। আর তাই উচ্চমূল্যের বাজারে অর্ধেক দামে ট্রাকসেল থেকে পণ্য কিনতে জড়ো হয়েছেন অনেকে। তবে লম্বা সারিতে দীর্ঘসময় অপেক্ষা করেও মিলছে না টিসিবির টোকেন নামক ‘সোনার হরিণ’।
মঙ্গলবার (১৪ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজার টিসিবি ভবনের সামনে ট্রাকসেল পয়েন্ট ঘুরে এমন চিত্র দেখা গেছে।
দেখা যায়, টোকেনের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। কিন্তু দীর্ঘসময় দাঁড়িয়ে থেকেও টিসিবির পণ্য সংগ্রহের টোকেন পাচ্ছেন না অনেকে। ট্রাক থেকে ১০-২০টি করে টোকেন সরবরাহ করা হলেও সেটি অপ্রতুল। টোকেন পেতে সেখানে অপেক্ষায় আছেন শত শত মানুষ। সেখানে মাঝেমাঝেই হুড়োহুড়ি আর হইহুল্লোড় দেখা যায়। এতসব শুধু ‘সোনার হরিণ’ নামক একটি টিসিবি টোকেনের জন্য।