রাজধানীর খিলক্ষেত থানার ৩০০ ফিট চেকপোস্টে ডিউটি শেষে ফেরার পথে কুরাটলী এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন পুলিশের সহকারী উপ-পরিদর্শক(এএসআই) মফিজুল ইসলাম(৪২)।
সোমবার(১৩ নভেম্বর) রাত ৮ টা ৫ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কাজী সাহান। তিনি বলেন, এএসআই মফিজুল ইসলাম ৩০০ ফিট এলাকায় চেকপোস্টে ডিউটি শেষে অটো রিকশায় করে থানায় ফিরছিলেন। পরে কুরাটলী এলাকায় অটো রিকশা থেকে নামার পর দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। তার বুকে, পেটে ও মাথায় বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি আরো বলেন, পূর্ব শত্রুতার জেরে বা পুলিশের মনোবল ভাঙার জন্য এমন ঘটনা ঘটানো হয়েছে কি না সে বিষয়টি আমরা খতিয়ে দেখছি। বিষয়টি কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অবগত আছেন।
বর্তমানে ঢামেকের জরুরি বিভাগে আহত পুলিশ কর্মকর্তার চিকিৎসা চলছে বলেও জানান তিনি।