কক্সবাজারের দৃষ্টিনন্দন আইকনিক রেলস্টেশনের যিনি নকশা করেছেন তিনি একজন বাঙালি। বুয়েটের এক সময়ের কৃতি ছাত্র ও শিক্ষক মোহাম্মদ ফয়েজ উল্লাহ।
এত ছবি আর প্রচারের স্রোতে উনার নামটি খুজে পেলাম না। সাংবাদিক হিসেবে খোঁজ নিতে গিয়ে বিষয়টি জেনে ভালো লাগলো।
বাংলাদেশের ঢাকার মোহাম্মদ ফয়েজ উল্লাহ একজন ব্যক্তি যিনি নিজ দেশে স্থাপত্য পেশাদারিত্বের শীর্ষে রয়েছেন। তার স্থাপত্য তার বিশুদ্ধ এবং কঠোর গুণাবলীর গুণে স্বীকৃত এবং তাদের মর্যাদা এবং সংযমের জন্য উল্লেখযোগ্য।
মোহাম্মদ ফয়েজ উল্লাহ Volumezero Limited-এর প্রতিষ্ঠাতা, প্রধান স্থপতি এবং Vistaara Architects-এর সহ-প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি একজন শিক্ষাবিদ হিসেবে তার কর্মজীবন শুরু করেন এবং 1994 সাল থেকে 1998 সাল পর্যন্ত বুয়েটের স্থাপত্য বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে অধ্যাপনা করেন।
অসম্ভব রকমের ভালো লাগা এ কাজের জন্য স্থপতি মোহাম্মদ ফয়েজউল্লাহর প্রতি রইল অশেষ কৃতজ্ঞতা।