১৯৭০ সালের ১২ নভেম্বর প্রলয়ঙ্কারী বন্যায় নিহতদের স্মরণে প্রদীপ জ্বালিয়ে এক মিনিট নীরবতা পালন করে শ্রদ্ধা নিবেদন এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয় পটুয়াখালীর কুয়াকাটায়। রোববার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টায় স্বেচ্ছাসেবী সংগঠন কুয়াকাটা বয়েস ক্লাবের আয়োজনে কুয়াকাটা পৌরসভার মাঠে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় প্রলয়ঙ্কারী বন্যার ৫৩ বছর হওয়ায় প্রদীপ জ্বালিয়ে ১৯৭০ আঁকানো হয়। এদিকে ট্যুরিজম পার্কসংলগ্ন সৈকতে অবস্থা কর্মসূচি এবং কুয়াকাটা কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া-মিলাদে নিহতদের স্মরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুয়াকাটা বয়েস ক্লাবের সদস্যবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও সংবাদকর্মীরা।
কুয়াকাটা বয়েস ক্লাবের সাধারণ সম্পাদক এসএম আরেফিন হেলাল বলেন, ১৯৭০ সালের প্রলয়ঙ্কারী বন্যার যে বর্ণনা আমরা শুনেছি তা মনে পড়লে আতঙ্কিত হয়ে পড়ি ভয়ে। আমাদের উপকূলীয় এলাকাসহ সারা দেশে যত মানুষ সেদিনের বন্যায় হারিয়েছি তাদের সবার স্মরণে প্রদীপ প্রজ্বলন ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছি আমরা।