চলতি বছরের অক্টোবর মাসের ৩১ দিনে সড়ক, রেল ও নৌপথে মোট ৪৬৪টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৫০২ জন নিহত ও ৮৩৮ জন আহত হয়েছেন। এর মধ্যে সড়ক দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছে ৪৩৭ জনের, যাদের মধ্যে এক তৃতীয়াংশই বাইক আরোহী বলে জানা গেছে। আজ শুক্রবার (১০ নভেম্বর) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
এতে বলা হয়, গত অক্টোবর মাসে ৪২৯টি সড়ক দুর্ঘটনায় ৪৩৭ জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও ৬৮১ জন। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে ১৩১টি। এতে প্রাণ গেছে ১৪৪ মোটরসাইকেল আরোহীর। তাছাড়া আহত হয়েছেন আরও ৭৬ জন। মোটরসাইকেল দুর্ঘটনার এই সংখ্যা মোট সড়ক দুর্ঘটনার ৩১%, আর মৃত্যুর সংখ্যা ৩৩%।