সম্প্রীতি ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মানদানার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। যা রীতিমতো তোলপাড়ের সৃষ্টি করে পুরো ভারতজুড়েই।
বিব্রতকর এই ঘটনায় এবার মুখ খুলেছেন ওই তরুণী যার ক্লিপ ব্যবহার করেই রাশমিকার ভিডিওটি তৈরি করা হয়। জারা প্যাটেল নামের ওই তরুণী নিজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জানিয়েছেন, এ ঘটনা পর নারীদের ভবিষ্যত নিয়ে চিন্তিত তিনি।
জানা যায়, ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার জারা প্যাটেল। তারই একটি ভিডিও ব্যবহার করে রাশমিকার ফেক ভিডিওটি তৈরি করা হয়।
পরে এ ঘটনায় জারা জানায়, কেউ একজন তার দেহের ওপর জনপ্রিয় অভিনেত্রীর চেহারার ছবি বসিয়ে একটি ডিপফেক ভিডিও তৈরি করেছে। এ ডিপফেক ভিডিও তৈরির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। যা হচ্ছে তাতে তিনি অত্যন্ত বিব্রত প্রকাশ করেছে।
জারা তার ইনস্টাগ্রাম স্টোরিতে বলেন, ‘আমি নারীদের ভবিষ্যত নিয়ে চিন্তিত এবং সেসব মেয়েদের নিয়ে চিন্তিত, যারা এখন তাদের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করতে আরও বেশি ভয় পাবে। দয়া করে ইন্টারনেটে কিছু দেখলে সেটির সত্যতা যাচাই করুন। ইন্টারনেটের সবকিছুই সত্য নয়।’