হামাসের সঙ্গে যুদ্ধ শেষ হলে ইসরায়েলকে গাজা পুনরায় দখল না করার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
জাপানে পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনার পর সাংবাদিকদেরকে ব্লিঙ্কেন এই আহ্বানে ‘টেকসই শান্তি ও নিরাপত্তা’ তৈরি করার জন্য ‘মূল উপাদান’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে মূল উপাদানগুলো অন্তর্ভুক্ত করা উচিত। গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা উচিত নয়, এখনও নয়, যুদ্ধের পরেও নয়। সন্ত্রাসবাদ বা অন্যান্য সহিংস হামলার প্ল্যাটফর্ম হিসেবে গাজাকে ব্যবহার না করা এবং সংঘাত শেষ হওয়ার পরে গাজা পুনর্দখল না করার আহ্বান’।
অন্যান্য শর্তের মধ্যে গাজা অবরোধ বা অবরোধের প্রচেষ্টা এবং গাজার ভূমি দখল করার প্রচেষ্টাও অন্তর্ভুক্ত বলে মন্তব্য করেছেন ব্লিঙ্কেন।