বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে বিক্ষোভ করেছেন আন্দোলনরত বিভিন্ন শিল্প কারখানার শ্রমিকরা। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ি ভাঙচুর এবং পুলিশের গাড়িতে আগুন দেন শ্রমিকরা। সোমবার (৩০ অক্টোবর) বিক্ষোভের সময় মহানগরীর ভোগড়া এলাকার কলম্বিয়া পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়। গাজীপুর বাসন থানার ওসি আবু সিদ্দিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকালে বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একদিকে মালেকের বাড়ি অন্যদিকে নলজানি এলাকা থেকে বিক্ষোভ নিয়ে শ্রমিকরা চান্দনা চৌরাস্তা এলাকায় বিক্ষোভ করে।