বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালকে কেন্দ্র করে মানিকগঞ্জের তিনটি উপজেলায় ছয়টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে যানবাহন আগুনে পুড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে জেলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ-র্যাবের টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।
জানা গেছে, রোববার মধ্যরাতে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের মানরা এলাকায় একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ দেয় দুর্বৃত্তরা। ভোরের দিকে সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় তিনটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এদিন সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে তরা এলাকায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনলেও বাসের বেশিরভাগ অংশ পুড়ে যায়। এছাড়া মানিকগঞ্জ-ঝিটকা আঞ্চলিক সড়কের উভাজানী এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় যানবাহনের ক্ষতি হলেও কেউ হতাহত হননি।
রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়ক, আঞ্চলিক সড়ক ও জেলা শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সকালের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের দূরপাল্লার বাস, লোকাল বাস সীমিত পরিসরে চলাচল করেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে যানবাহনের সংখ্যাও বাড়ে। অন্যদিকে জেলা শহরের বিভিন্ন মার্কেটর দোকানপাট, বাজার স্বাভাবিক হতে থাকে। স্বাভাবিক সময়ের চেয়ে আজকে ঢাকা আরিচা-মহাসড়কে কম যানবাহন চলাচল করেছে।
মানিকগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার জানান, ঢাকা-আরিচা মহাসড়কের তরা এলাকায় কয়েকজন দুর্বৃত্ত যাত্রীদের বাস থেকে নামিয়ে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় পুলিশের টিম কাজ করছে বলেও জানান তিনি।
গোলড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকেন্দ বসু বলেন, মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। মহাসড়কে মোবাইল টিম নিয়মিত টহল কার্যক্রম চলমান রেখেছে।
মানিকগঞ্জ র্যাব-৪ এর আঞ্চলিক কমান্ডার লেফট্যানেন্ট কমান্ডার মো. আরিফ হোসেন জানান, সিংগাইরের গোবিন্দল ও ঢাকা-আরিচা মহাসড়কের মানরা, তলা ও উভাজানী এলাকায় দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের তিনটি টিম কাজ করছে।