টানা হারের বৃত্তে আটকে থাকা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড আজ (রোববার) বিশ্বকাপের ২৯তম ম্যাচে ভারতের বিপক্ষে মুখোমুখি হয়েছে। ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। ম্যাচটি হতে পারত দুই হেভিওয়েট দলের লড়াই। কিন্তু এখন পর্যন্ত অপ্রতিরোধ্য ভারতের সামনে ইংলিশদের অবস্থা চরম শোচনীয়। আহত ইংলিশরা আজ ষষ্ঠ ম্যাচে মাত্র দ্বিতীয় জয়ের লক্ষ্যে নেমেছে।
লখনৌর ইকানা স্টেডিয়ামে আজ দু’দলই অপরিবর্তিত একাদশ নিয়ে নেমেছে। টস জিতে ফিল্ডিং নেওয়ার বিষয়ে ইংল্যান্ড অধিনায়ক বাটলার বলছেন, ‘ভারতের গ্যালারিভর্তি স্টেডিয়ামের সামনে খেলতে পারা বিরাট ব্যাপার। আশা করি আমরা সেরাটা খেলব। একই একাদশ নিয়েই নামছি। তবে টুর্নামেন্টে আমরা এখনও নিজেদের প্রতি ন্যায়বিচার করতে পারিনি।
ওয়ানডে ফরম্যাটে দু’দলের মুখোমুখি দেখায় ভারতের ৫৭টি জয়ের বিপরীতে ইংল্যান্ড ৪৪ ম্যাচ জিতেছে। তবে বিশ্বকাপের পরিসংখ্যানে কিছুটা এগিয়ে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। বিশ্বকাপে উভয়ের ৮ বারের দেখায় ইংল্যান্ড ৪টি এবং ভারত ৩টিতে জিতেছে, একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।
বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচ ম্যাচের সবকটিতেই জিতেছে রোহিত শর্মার দল। আজ জিতলে তাদের সামনে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ রয়েছে। বিপরীতে পাঁচ ম্যাচের মাত্র একটিতে জিতেছে ইংলিশরা।
ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।
ইংল্যান্ড একাদশ : জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক/উইকেটরক্ষক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলি, ক্রিস ওকস, ডেভিড উইলি, আদিল রশিদ, মার্ক উড।