ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

কুমিল্লায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ

  • অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : ০১:০৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
  • ৭১ বার পড়া হয়েছে

কুমিল্লায় হরতাল বিরোধী মিছিলে আওয়ামী লীগের দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। রোববার (২৯ অক্টোবর) বেলা সোয়া ১০টার দিকে কুমিল্লা নগরীর কাশারিপট্টি মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে মহানগর ১৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য মাসুম (৩২) এবং ডেনি (৩০) নামের দুজন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে কুমিল্লা মহানগর যুবলীগের সদস্য রোকন উদ্দিন রোকনের নেতৃত্বে একটি হরতাল বিরোধী মিছিল বের করা হয়। মিছিলটি কাশারিপট্টি মোড় এলাকায় এলে মিছিলের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করেন স্থানীয় ছয় নম্বর ওয়ার্ডের এক আওয়ামী লীগের কর্মী। জামায়াত-শিবির সন্দেহে ওই আওয়ামী লীগ কর্মীর হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেন মিছিলকারীরা।

পরে এ ঘটনা ভুক্তভোগী আওয়ামী লীগ কর্মী গিয়ে ছয় নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইকরামের অনুসারীদের কাছে গিয়ে বললে ইকরামের অনুসারীরা দেশীয় অস্ত্র নিয়ে কাশারিপট্টি এলাকায় এসে উসকানিমূলক স্লোগান দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে। এ সময় মহানগর যুবলীগের সদস্য রোকন উদ্দিন রোকনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে রোকন উদ্দিন রোকন গ্রুপের ২ সদস্য আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।
এ বিষয়ে মহানগর আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি পরিস্থিতি স্বাভাবিক। আওয়ামী লীগের নেতাকর্মীরা হরতাল বিরোধী মিছিল করছেন। কোনো হতাহতের বিষয়ে আমার জানা নেই।

আপলোডকারীর তথ্য

বরগুনার বেতাগীতে ইসলামী আন্দোলনের গণসমাবেশ

কুমিল্লায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ

আপডেট টাইম : ০১:০৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩

কুমিল্লায় হরতাল বিরোধী মিছিলে আওয়ামী লীগের দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। রোববার (২৯ অক্টোবর) বেলা সোয়া ১০টার দিকে কুমিল্লা নগরীর কাশারিপট্টি মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে মহানগর ১৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য মাসুম (৩২) এবং ডেনি (৩০) নামের দুজন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে কুমিল্লা মহানগর যুবলীগের সদস্য রোকন উদ্দিন রোকনের নেতৃত্বে একটি হরতাল বিরোধী মিছিল বের করা হয়। মিছিলটি কাশারিপট্টি মোড় এলাকায় এলে মিছিলের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করেন স্থানীয় ছয় নম্বর ওয়ার্ডের এক আওয়ামী লীগের কর্মী। জামায়াত-শিবির সন্দেহে ওই আওয়ামী লীগ কর্মীর হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেন মিছিলকারীরা।

পরে এ ঘটনা ভুক্তভোগী আওয়ামী লীগ কর্মী গিয়ে ছয় নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইকরামের অনুসারীদের কাছে গিয়ে বললে ইকরামের অনুসারীরা দেশীয় অস্ত্র নিয়ে কাশারিপট্টি এলাকায় এসে উসকানিমূলক স্লোগান দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে। এ সময় মহানগর যুবলীগের সদস্য রোকন উদ্দিন রোকনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে রোকন উদ্দিন রোকন গ্রুপের ২ সদস্য আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।
এ বিষয়ে মহানগর আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি পরিস্থিতি স্বাভাবিক। আওয়ামী লীগের নেতাকর্মীরা হরতাল বিরোধী মিছিল করছেন। কোনো হতাহতের বিষয়ে আমার জানা নেই।